কলকাতা: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেলা করে নয়, সকাল সকালই শুরু হয়ে যাবে পরীক্ষা। সেক্ষেত্রে পরীক্ষার্থীরা কীভাবে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাবেন, তা নিয়েও অনেকের মনে ধোঁয়াশা তৈরি হয়েছিল। কারণ, হাতে সময় নিয়ে বাড়ি থেকে বেরোতে হবে পরীক্ষার্থীদের। সেই বিষয়টি মাথায় রেখেই এবার পদক্ষেপ করল রাজ্য সরকারও। অতিরিক্ত বাস নামানো হচ্ছে রাজ্যজুড়ে। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসা বোর্ডের পরীক্ষার জন্য ভোর পাঁচটা থেকে বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পরিবহণ দফতর। একইসঙ্গে রেলের কাছেও চিঠি পাঠিয়েছে পরিবহণ দফতর, যাতে ওই দিনগুলির জন্য অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা করা হয়।
মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসা পরীক্ষার দিনগুলিতে ভোর ৫টা থেকে রাজ্যের সর্বত্র সরকারি বাস চালানো হবে। ভোর বেলা থেকে মিলবে ফেরি পরিষেবাও। শনিবার পরিবহণ দফতরের ময়দান তাঁবুকে মধ্য শিক্ষা পর্ষদ, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ও মাদ্রাসা বোর্ডের কর্তাদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। সেই বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠক শেষে মন্ত্রী জানিয়েছেন, প্রত্যেক পরীক্ষার্থী যাতে সঠিক সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারে, তার জন্য পুলিশ ও পরিবহণ দফতরের অফিসারদের নির্দিষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। শুধু অতিরিক্ত সরকারি বাস নয়, অন্যান্য বেসরকারি পরিবহণকেও সকাল থেকে রাস্তায় থাকার জন্যও বলা হয়েছে। পাশাপাশি কুয়াশা কেমন থাকবে, তা যেহেতু এখন থেকে স্পষ্ট করে বলা সম্ভব নয়, তাই সেদিকটিও মাথায় রাখতে বলা হয়েছে। জল পরিবহণের জন্য ফেরিগুলি যাতে কোনও যান্ত্রিক ত্রুটির কবলে না পড়ে, সেটাও আগেভাগে দেখে নেওয়ার জন্য বলা হয়েছে।