Governor On Oath ceremony: ‘সায়ন্তিকাদের শপথ অসাংবিধানিক’, রাষ্ট্রপতিকে রিপোর্ট পাঠাচ্ছেন রাজ্যপাল

Deeksha Bhuiyan | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 05, 2024 | 5:56 PM

Governor On Oath ceremony: উল্লেখ্য, ৪ঠা জুন ভগবানগোলা ও বরাহনগর বিধানসভার উপনির্বাচনের ফলাফল বেরিয়েছে। এরপর একমাস কেটে গিয়েছে। তবু রাজ্য-রাজভবনের টানাপোড়েনের জেরে শপথ নেওয়া হয়নি জয়ী তৃণমূলের দুই প্রার্থীর। এরপর রাজ্যপাল নির্দেশ দেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে শপথ বাক্য পাঠের।

Governor On Oath ceremony: সায়ন্তিকাদের শপথ অসাংবিধানিক, রাষ্ট্রপতিকে রিপোর্ট পাঠাচ্ছেন রাজ্যপাল
রাষ্ট্রপতিকে রিপোর্ট পাঠাবেন বোস
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কলকাতা: জল্পনা চলছিল। রাজভবনের নির্দেশ অমান্য করে শুক্রবার শপথ নিয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকার। এর ঠিক কিছুক্ষণ পরই নিজের এক্স হ্যান্ডেলে টুইট করলেন রাজ্যপাল বোস। পরিষ্কার জানালেন শপথগ্রহণ অসাংবিধানিক। শুধু তাই নয়, রাষ্ট্রপতির কাছে এই শপথ নিয়ে রিপোর্ট পাঠানো হবে বলেও জানান তিনি।

এ দিন, রাজ্যপাল সি ভি আনন্দ বোস নিজেই কয়েকটি প্রশ্ন লিখে তার উত্তর আবার নিজেই দিয়েছেন। তাঁর বক্তব্য, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তিনি বিধানসভার রুল মেনে শপথ বাক্য পাঠ করিয়েছেন। কিন্তু রাজ্যপালের বক্তব্য, রুল কখনই সংবিধানের উর্ধ্বে উঠতে পারে না।

উল্লেখ্য, ৪ঠা জুন ভগবানগোলা ও বরাহনগর বিধানসভার উপনির্বাচনের ফলাফল বেরিয়েছে। এরপর একমাস কেটে গিয়েছে। তবু রাজ্য-রাজভবনের টানাপোড়েনের জেরে শপথ নেওয়া হয়নি জয়ী তৃণমূলের দুই প্রার্থীর। এরপর রাজ্যপাল নির্দেশ দেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে শপথ বাক্য পাঠের। তবে তিনি জানান, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তিনি শপথবাক্য পাঠ করাতে পারবেন না। আশিস এও বলেন, “অধ্যক্ষ থাকতে আমি শপথ বাক্য পাঠ করাতে পারি না। এই ধৃষ্টতা আমার নেই।” এরপর রাজ্যপাল বোসের নির্দেশ অমান্য করেই কার্যত সায়ন্তিকা ও রেয়াতদের শপথবাক্য পাঠ করান স্পিকার।

রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠানো প্রসঙ্গে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বলেন, “শেষ ভাল যার সব ভাল তার। এত ধরনায় বসা এইসেই। এই জটিলতার দরকার ছিল না। আমরা চেয়েছিলাম বিধানসভায় শপথবাক্য পাঠ করানো হোক।” অপরদিকে রেয়াত হোসেন বলেন, “উনি চিঠি পাঠাতেই পারেন। এই বিষয়টি স্পিকার দেখবে।” অপরদিকে, রাজ্যপালের সোশ্যাল মিডিয়ায় মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে যাওয়ায় আমি খুশি। আমরা আগেই রাষ্ট্রপতিকে জানিয়েছিলাম। রাজ্যপালের কোনও কথার জবাব আমি দেব না। ওনার কোনও ক্ষমতা নেই স্পিকারকে অপসারণ করার।”

 

 

Next Article