কলকাতা: রাজ্য-রাজভবন সংঘাতের আবহের মধ্যেই এবার নয়া মোড়। বৃহস্পতিবারই মুখোমুখি হতে চলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose) ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজই সন্ধে ৬টায় রাজভবনে বাংলার সাংবিধানিক প্রধান ও প্রশাসনিক প্রধান বৈঠকে বসতে চলেছেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। রাজভবন সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে চিঠি পাঠিয়েছেন রাজ্যপাল বোস।
উল্লেখ্য, প্রতি বছরই মুখ্যমন্ত্রী বিজয়া উপলক্ষ্যে সৌজন্য সাক্ষাতের জন্য রাজভবনে যান। তবে সাম্প্রতিক ঘটনা পরাম্পরার নিরীখে এবারের রাজ্যপাল-মুখ্যমন্ত্রী বৈঠক বিশেষ গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। গতকালই রাজ্যপাল সিভি আনন্দ বোস শিলিগুড়িতে গিয়েছিলেন। সেখান থেকে তিনি যান দার্জিলিং রাজভবনে। রাজভবন সূত্রে খবর, আগামিকাল তাঁর কলকাতায় ফেরার কথা ছিল। কিন্তু আজ বিকেল ৪টে নাগাদই তিনি ফিরে আসেন কলকাতার রাজভবনে। আর এরপরই সন্ধে ৬টা নাগাদ মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যপাল বোস বৈঠকে বসতে চলেছেন বলে সূত্রের খবর।
তবে এই বৈঠক শুধুই সৌজন্য সাক্ষাৎ? নাকি অন্য কোনও বিষয় নিয়ে আলোচনা হবে, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। সম্প্রতি বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য সংক্রান্ত বিষয়ে রাজ্য-রাজভবন সংঘাতের বাতাবরণ তৈরি হয়েছিল। এই নিয়ে রাজ্যপাল বোসকে আগে প্রশ্নও করা হয়েছিল। তবে রাজ্যপাল জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রী তাঁর সাংবিধানিক কলিগ। তাঁদের মধ্যে কী কথা হবে, সেই বিষয়টি নিয়ে প্রকাশ্যে জানাবেন না। আজকের বৈঠকে সেই উপাচার্য সংক্রান্ত বিষয়ে আলোচনা হয় কি না, সেই দিকেই নজর ওয়াকিবহাল মহলের।
উল্লেখ্য, কালীপুজোর আগে রাজ্য বিধানসভার দু’দিনের অধিবেশন বসতে পারে বলেও শোনা যাচ্ছে। আগামী ৭-৮ নভেম্বর সেই অধিবেশন হতে পারে বলে সূত্রের খবর। মন্ত্রী-বিধায়কদের বেতন বৃদ্ধি সংক্রান্ত বিল ও জিএসটি সংক্রান্ত বিল নিয়ে অধিবেশনে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল সিভি আনন্দ বোসের এই সাক্ষাৎ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।