Governor: রাজ্যের বেতন বন্ধের নির্দেশের পর স্বনিযুক্ত উপাচার্যদের তলব রাজ্যপালের

সুমন মহাপাত্র | Edited By: সায়নী জোয়ারদার

Jun 24, 2023 | 4:51 PM

VC Appointment: রাজ্যপাল যাঁদের নিযুক্ত করেছিলেন, সেই সমস্ত উপাচার্যের বেতন বা ভাতা বন্ধের নির্দেশ সংক্রান্ত নোটিস জারি করে উচ্চশিক্ষা দফতর। চিঠি দিয়ে তা রেজিস্ট্রারদের জানানো হয় দফতরের তরফে।

Governor: রাজ্যের বেতন বন্ধের নির্দেশের পর স্বনিযুক্ত উপাচার্যদের তলব রাজ্যপালের
রাজ্যপাল সিভি আনন্দ বোস।

Follow Us

কলকাতা: উপাচার্য (Vice Chancellor) নিয়োগ ইস্যুতে নয়া মোড়ের আভাস। প্রশ্ন উঠছে, রাজ্য-রাজ্যপাল (Governor CV Ananda Bose) সংঘাত কি তবে আবারও তুঙ্গে উঠতে চলেছে? সূত্রের খবর, শিক্ষা প্রশাসনে আরও কড়া হতে চলেছেন রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস। যে সমস্ত উপাচার্যদের তিনি নিয়োগ করেছেন, তাঁদের এবার ডেকে পাঠালেন রাজ্যপাল। সূত্রের খবর, নিজের নিযুক্ত ভিসিদের নিয়ে মিটিং করবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

সূত্রের দাবি, বিশ্ববিদ্যালয়ের কাজ কেমন চলছে, সেটাই হতে পারে এই বৈঠকের আলোচ্য বিষয়। ‘ক্যালকাটা কমিটমেন্ট’ শপথে প্রত্যেক ভিসির কাছ থেকে ছাত্রস্বার্থে কাজ করার অঙ্গীকার করিয়েছিলেন আচার্য সিভি আনন্দ বোস। এবার ক্যালকাটা কমিটমেন্টের পরবর্তী পর্যায় বলেই সূত্র মারফত খবর। এমনও সূত্রের দাবি, রাজভবন বা দক্ষিণবঙ্গের কোথাও নয়। এই বৈঠক হতে পারে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে।

রাজ্যের যে সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে, পদাধিকার বলে রাজ্যপালই সেইসব শিক্ষা প্রতিষ্ঠানের আচার্য। আর এই আচার্য পদ নিয়ে ইতিমধ্যেই রাজ্যের সঙ্গে একটা সংঘাতের ছবি দেখা গিয়েছে। আচার্য হিসাবে মুখ্যমন্ত্রীর নাম প্রস্তাবও হয়েছে রাজ্য মন্ত্রিসভায়। তবে প্রস্তাবটি তখনই আইন হবে, যখন তা রাজ্য বিধানসভায় বিল হিসাবে উত্থাপিত হবে। এরপর রাজ্যপালের সই হলে তা আইন হবে। আর এখানেই এখনও জটিলতা বহাল।

আচার্য পদে কে বহাল হবেন তা নিয়ে যেমন রাজ্য-রাজ্যপাল সংঘাত ইতিমধ্যেই রয়েছে। একইসঙ্গে উপাচার্য নিয়োগ নিয়েও জটিলতা তুঙ্গে। সম্প্রতি ১১ জন উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল। এদিকে সেই উপাচার্যদের বেতন বা ভাতা দেবে না বলে নোটিফিকেশন দেয় উচ্চ শিক্ষা দফতর। যা নিয়ে তৈরি হয় জটিলতা। এরইমধ্যে সূত্রের খবর, সেই স্বনিযুক্ত উপাচার্যদের সঙ্গে উত্তরবঙ্গে বৈঠকে বসতে চলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

Next Article