কলকাতা: রাজ্যের পাঁচ আসনে উপনির্বাচন, এবং দুই আসনে নির্বাচন এখনও বাকি। বুধবার সেই উপনির্বাচন নিয়ে প্রথমে রাজ্যের মুখ্যসচিব এবং তারপর রাজ্যের নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন নির্বাচন কমিশনের কর্তারা। সূত্রের খবর, সেই বৈঠকে কমিশনকে দু-তরফেই জানিয়ে দেওয়া হয়, ভোট হলে যেন এখনই হয়। কারণ এরপরই পুজোর ছুটি পড়ে যাবে রাজ্যে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী এ দিন পানাগড় থেকে সড়কপথে ফেরার সময়ই নবান্নে আসেন। এবং দীর্ঘ বৈঠক করেন মুখ্যসচিবের সঙ্গে। তারপরই কমিশনকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়, পুজোর আগেই ভোট চায় রাজ্য সরকার।
ভোটে হেরেও গত ৬ মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে আগামী ৬ নভেম্বর পর্যন্ত সময় রয়েছে। এই সময়ের মধ্যে নির্বাচনে জয়লাভ না করলে চেয়ার ছাড়তে হবে মমতাকে। যা কখনই হতে দিতে চায় না তৃণমূল। বিজেপি অবশ্য মনে-প্রাণে তেমনটাই চাইছে। কিন্তু তেমনটা হলে রাজ্যে সাংবিধানিক সংকট তৈরি হবে। সেটা এড়াতেই যাবতীয় সক্রিয়তা তৃণমূল তথা রাজ্য সরকারের।
নবান্ন সূত্রে খবর, বুধবারের বৈঠকের খতিয়ান নিতে পানাগড় থেকে ফেরার সময়ই নবান্নে প্রবেশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে একটি বৈঠক করেন তিনি। সেই বৈঠকে মুখ্যসচিবের কাছে থেকে বৈঠক সংক্রান্ত যাবতীয় তথ্য সংগ্রহ করেন মুখ্যমন্ত্রী। কমিশনের কর্তারা ঠিক কী জানিয়েছেন, তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেন মুখ্যসচিব। এরপরই একটি চিঠি দিয়ে কমিশনকে জানিয়ে দেওয়া হয়, পুজোর আগেই ভোট চায় রাজ্য সরকার।
অন্যদিকে আজকের বৈঠকে রাজ্য কমিশনের আধিকারিকরাও জানান, আর গড়িমসি নয়, উপনির্বাচন করতে হলে এখনই করা হোক। ৭টি রাজ্য-সহ এ রাজ্যের ডেপুটি সিওদের সঙ্গে এ দিন বৈঠক করে কমিশন। সূত্রের খবর, সেই বৈঠকেই আগামী সময় পুজোর ছুটির কথা উল্লেখ করে এখনই নির্বাচনের পক্ষে সায় দেন কমিশন কর্তারা।
সূত্র মারফৎ জানা গিয়েছে, বুধবারের বৈঠকে মূল তিনটি বিষয় জানতে চাওয়া হয় কমিশনের পক্ষ থেকে। প্রথমত, রাজ্যে কোভিড পরিস্থিতি কেমন? দ্বিতীয়ত, পুজোর ছুটি কবে থেকে কতদিন পর্যন্ত? তৃতীয়ত, রাজ্যে বন্যার পরিস্থিতি এখন কেমন? যারা ভোটের কাজে যুক্ত, সবাইকে ভ্যাকসিন দেওয়া হয়েছে কি না সে প্রসঙ্গও উঠে আসে বৈঠকে। রাজ্যের কমিশন কর্তারা জানিয়েছেন, তাঁরা ভোট করতে প্রস্তুত। এই মুহুর্তে ভোট হলে সমস্যা নেই। কারণ অক্টোবরে ১০ থেকে ২৪ তারিখ পর্যন্ত ছুটি থাকছে দফতরে। ফলে এখনই ভোটের দিন ঘোষণা হলে ২৪ দিনের মাথায় ভোট করতে সমস্যা হবে না।
বৈঠকে অন্যান্য রাজ্যের পক্ষ থেকে দশেরা, দীপাবলি প্রভৃতি উৎসবের কথাও উঠে আসে। উঠে আসে আইন শৃঙ্খলার প্রসঙ্গও। অসমের বন্যার জেরে তারা আপতত ভোট করতে রাজি নয় বলেও জানানো হয়। আরও পড়ুন: আমরা প্রস্তুত, ভোট করলে এখনই করা হোক, কমিশনকে জানালেন এ রাজ্যের কর্তারা