কলকাতা: “এ রাজ্যে আমাদের কিছু হবে না।” এই বলে বিকাশ ভবনের সামনে বিষ খেয়েছিলেন পাঁচ এসএসকে শিক্ষিকা। তাঁদের মধ্যে দু’জন; বুধবার দেখা করলেন রাজ্যপালের সঙ্গে। বৈঠক শেষে রাজভবন থেকে বেরিয়ে ছবি চাকিরা বললেন, ফের আত্মহত্যার চেষ্টা করবেন কি না, সেটা নির্ভর করছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সিদ্ধান্তের উপর। রাজ্য সরকার তাঁদের ‘স্লো-পয়জন’ দিচ্ছে বলেও ক্ষোভ উগরে দেন তাঁরা।
গত ২৪ অগস্ট বিকাশ ভবনের সামনে যা ঘটেছিল, তার নজির দীর্ঘ সময় ধরে চলা শিক্ষক আন্দোলনে নেই বললেই চলে। বেআইনিভাবে বদলির দাবি তুলে সকলের চোখের সামনে বিষ খেয়েছিলেন পাঁচ শিক্ষিকা। তারপর হাসপাতাল কয়েকদিন চলে যমে-মানুষে টানাটানি। শেষ পর্যন্ত এ যাত্রা জিতেছে জীবন। কিন্তু এখনও মুশকিল আসান হয়নি। কারণ, যে বদলির নির্দেশ ঘিরে যাবতীয় বিতর্কের সূত্রপাত, তা প্রত্যাহার করা হয়নি। সমকাজ সমবেতনের মতো দাবিও পূরণ হয়নি। ফলে মেটেনি শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সঙ্গে সরকারের বিরোধ।
এমন পরিস্থিতিতে রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে বৈঠক করেন সংগঠনের সদস্যরা। যাঁদের মধ্যে ছিলেন বিষ পান করা পাঁচ শিক্ষিকার দু’জন। জগদীপ ধনখড়ের সঙ্গে বেশ কিছুক্ষণ আলোচনার পর বাইরে বেরিয়ে তাঁরা সরাসরি হুঁশিয়ারি দেন শিক্ষামন্ত্রীকে। বলেন, “আমরা বিষপান করতে বাধ্য হয়েছি, তার জন্য দায়ী এই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। যে বদলির নির্দেশ জারি করা হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করা হোক, নয়তো আমরা আরও তীব্রতর আন্দোলনে যাব।”
এতটা বেপরোয়া কেন হলেন ছাপোষা মানুষগুলো? কান পাতলে শোনা যাচ্ছে, ওঁরা মৌচাকে ঢিল মেরেছেন। এ রাজ্যের প্রশাসনিক কাঠামোয় যে ঘুঘুর বাসা, তা ভাঙতে চেষ্টা করেছেন। রাস্তায় আন্দোলনে নেমেছেন। সরব হয়েছেন দাবি আদায়ে। তাই রাজ-রোষে পড়েছেন। সরকার বাহাদুরের গোঁসা হয়েছে। নেমেছে বদলির খাঁড়া। যাঁরা এক সময় শাসক দলের ঝান্ডা বয়েছেন, তাঁদেরই ‘বিরোধী দলের লোক’ বলেছেন শিক্ষামন্ত্রী। ওঁরা অবশ্য শিরদাঁড়া টানটান রেখে বলছেন- বদলির ফরমান না সরালে, এ বার এসপার-ওসপার।
ছবি চাকি কার্যত বুঝিয়ে দিয়েছেন, এ বার এসপার নয়তো ওসপার করার মুডে রয়েছেন তাঁরা। বদলির নির্দেশ যদি প্রত্যাহার না হয়, সে ক্ষেত্রে আবারও একই ধরনের পদক্ষেপ যে তাঁরা করবেন না, সেই আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিক্ষুব্ধ শিক্ষিকাদের পুরো ক্ষোভটাই কার্যত শিক্ষামন্ত্রীর উপর। “তিনি যদি সঠিক সিদ্ধান্ত নেন, তবে আমরা তাঁকে স্বাগত জানাব। কিন্তু যদি সেটা না নেন, তাহলে এরপর যা হবে, তার দায়ভার শিক্ষামন্ত্রীর উপর বর্তাবে”, স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি ছবি চাকিদের। আরও পড়ুন: চন্দনাদের তৃণমূলে যোগ দেওয়াতে চাপ দিচ্ছে পুলিশ! অভিযোগ তুলে শুভেন্দুর পাল্টা বাণ