উত্তরবঙ্গের মিটিংয়ে ডাক পেলেন না শুভেন্দু! বৈঠক যে হচ্ছে, জানতেই পারেননি দিলীপ

TV9 Bangla Digital | Edited By: ঋদ্ধীশ দত্ত

Sep 01, 2021 | 11:10 PM

যে সময় বিজেপি দলের ভাঙন রুখতে সচেষ্ট, সেই সময় সমন্বয়ের এই অভাব একেবারেই কাঙ্খিত এবং স্বস্তিদায়ক নয় পদ্মশিবিরের জন্য।

উত্তরবঙ্গের মিটিংয়ে ডাক পেলেন না শুভেন্দু! বৈঠক যে হচ্ছে, জানতেই পারেননি দিলীপ
ছবি- PTI

Follow Us

কলকাতা: উত্তরবঙ্গে বিজেপি বিধায়কদের বৈঠক হল। বৈঠকে হাজির থাকলেন দুই সাংসদ। কিন্তু সেই বৈঠকের কথা আগে থেকে জানতেই পারলেন না বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বৈঠকের কথা জানতে পারলেও বৈঠকে ডাক পেলেন না। যা নিয়ে দলের অভ্যন্তরীণ আলোচনায় মারাত্মক অসন্তোষ প্রকাশ করেন দিলীপবাবু। সূত্রের খবর, এই বৈঠকের মূল উদ্যোক্তা ছিলেন বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গা। তাঁর কাছে জবাব তলব করা হলে তিনি ক্ষমা চেয়ে নেন। ঠিক যে সময় বিজেপি দলের ভাঙন রুখতে সচেষ্ট, সেই সময় সমন্বয়ের এই অভাব একেবারেই কাঙ্খিত এবং স্বস্তিদায়ক নয় পদ্মশিবিরের জন্য।

শিলিগুড়ির বৈঠকে এ দিন হাজির ছিলেন বিজেপি সাংসদ জন বার্লা ও রাজু বিস্তা। প্রাথমিকভাবে যেই বৈঠকে দিলীপ-শুভেন্দুদের হাজির থাকারও কথা ছিল। কিন্তু সূত্রের খবর, বৈঠকের বিষয়ে মঙ্গলবার রাতেই জানতে পারেন দিলীপবাবু। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বৈঠকের বিষয়ে জানতেন, কিন্তু তাঁকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি। বৈঠকের আগের রাতে রাজ্য বিজেপির একটি ভার্চুয়াল বৈঠকে বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন দিলীপ ঘোষ স্বয়ং।

উত্তরবঙ্গে দলীয় বিধায়কদের নিয়ে বৈঠক হবে, কিন্তু রাজ্য সভাপতির সঙ্গে সে বিষয়ে কথাই বলা হল না! বিস্ময়ের সঙ্গে প্রশ্ন তোলেন দিলীপ। বৈঠকে হাজির শুভেন্দু তখন বলেন, এই বৈঠক যে হবে সে কথা তাঁকে মনোজ টিগ্গা জানিয়েছিলেন। কিন্তু বৈঠকে থাকার আমন্ত্রণ জানাননি। সেই মুহূর্তে দলের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী গোটা বিষয়টিতে হস্তক্ষেপ করেন। তিনি মনোজ টিগ্গার কাছে ব্যাখ্যা চান কেন এমনটা হল। কারণ বিধানসভায় দলের মুখ্য সচেতক মনোজই উত্তরবঙ্গের এই বৈঠকের মূল উদ্যোক্তা ছিলেন।

অমিতাভ চক্রবর্তী ব্যাখ্যা চাইতেই মনোজ ভুল স্বীকার করেন বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে। তিনি যে ভুল করেছেন, তা তিনি বুঝতে পারেননি। এ রকম ভুল আর কখনও হবে না। ভার্চুয়াল বৈঠকে মনোজ এই কথা বলেন বলেও জানা যাচ্ছে বিজেপি সূত্রে। যদিও বিষয়টি নিয়ে দলের পক্ষ থেকে তাঁর কাছে লিখিত জবাব চাওয়া হতে পারে বলেও জানা গিয়েছে। এই ধরনের ভুলের ফলে যে সমন্বয়ের অভাব ঘটছে, তার পুনরাবৃত্তি করতে চাইছেন না নেতৃত্ব।

সূত্রের খবর, মনোজ টিগ্গা ক্ষমা চেয়ে নেওয়ার পর দিলীপবাবু বিষয়টি নিয়ে কথা আর দীর্ঘায়িত করার আগ্রহ দেখাননি। চুপ করে যান তিনি। শুভেন্দুও আর কথা বাড়াননি। তবে বৈঠকের খবর বেশ কয়েক জন বিধায়কের কাছেই সময় মতো পৌঁছয়নি বলে বিজেপি সূত্র জানিয়েছে। মালদার বিজেপি বিধায়ক গোপাল সাহাও ঠিক মতো আমন্ত্রণ পাননি বলে দলের একাংশের দাবি। আরও পড়ুন: দু’দিনে পদ্মের ২ উইকেট, পতন রুখতে ক্রিজে দিলীপ-শুভেন্দু, গুগলি দিচ্ছে তৃণমূলও

Next Article