কলকাতা: দেশে অতি মহামারি পরিস্থিতির জেরে হাসপাতাল ও নার্সিংহোমগুলিতে দেখা দিয়েছে শয্যার আকাল। এহেন অবস্থায় এই রাজ্যের ছবিটাও ভিন্ন নয়। মরণাপন্ন অবস্থার রোগীদের জন্যও বেড জোগাড়ে নাভিশ্বাস উঠছে আমজনতার। স্বাস্থ্য ভবনও ওয়াকিবহাল বাস্তব ছবিটা নিয়ে। যে কারণে এ বার একাধিক বেসরকারি হাসপাতালের হাজারের উপর বেড অধিগ্রহণ করল রাজ্যের স্বাস্থ্য দফতর। সূত্রের খবর, জেলা জুড়ে নানা বেসরকারি হাসপাতালের ১৩৮৭ বেড অধিগ্রহণ করা হয়েছে।
স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি জারি করে এই অধিগ্রহণের বিষয়টি জানানো হয়েছে। অধিগ্রহণের তালিকায় রয়েছে মোট ২৪ টি বেসরকারি হাসপাতাল। উল্লেখ্য, প্রথমবার রাজ্যে যখন করোনার সংক্রমণ ছড়িয়েছিল তখনও জরুরি পরিস্থিতি মোকাবিলায় একই ধরনের পদক্ষেপ করা হয়েছিল স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে। যে ১৩৮৭ টি শয্যায় রাজ্য সরকার আপাতত ‘দখল’ নিচ্ছে, তার মধ্যে জেনারেল বেড ৯১৭ টি, সিসিইউ বেড ৩৭০ টি, এইচডিইউ বেড ৯০ টি এবং ১০ টি নিকু বেড রয়েছে।
আরও পড়ুন: অক্সিজেন সরবরাহে মসৃণতা আনতে রাজ্যে নিয়োগ বিশেষ নোডাল অফিসার
অন্যদিকে, যে যে বেসরকারি হাসপাতালের শয্যা অধিগ্রহণ হচ্ছে তার মধ্যে বেশ কয়েকটি উল্লেখ্যযোগ্য নাম রয়েছে। কলকাতার মধ্যে বেলভিউ, সিএমআরআই, ফোর্টিস, মেডিকা, আরএন টেগোর, পিয়ারলেসের মতো হাসপাতাল রয়েছে। পাশাপাশি হাওড়ার সঞ্জীবনী, দমদমের আইএলএস-র মতো হাসপাতাল শামিল রয়েছে।
আরও পড়ুন: সস্তায় স্রেফ ৪৫ মিনিটে করোনা পরীক্ষার রেজাল্ট, যুগান্তকারী আবিষ্কার আইআইটি খড়গপুরের