WBCHSE Class 12th Result 2023 Live: উচ্চ-মাধ্যমিকে হুগলি থেকেই ১৮ জন মেধাতালিকায়, কলকাতা থেকে র্যাঙ্ক করলেন ৩ জন
WBCHSE 12th Result 2023: সংসদের সভাপতি বুধবার দুপুর সাড়ে ১২ টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবে। তবে ফলাফল জানার জন্য স্কুলে যাওয়ার প্রয়োজন নেই।
মাধ্যমিকের পর এবার প্রকাশ হতে চলেছে উচ্চমাধ্যমিকের (HS) ফলাফল। বুধবার, ২৪ মে ফল প্রকাশ করবে উচ্চশিক্ষা সংসদ। পরীক্ষা শেষ হওয়ার ২ মাস পর এই ফল প্রকাশ করতে চলেছে সংসদ। সংসদের সভাপতি বুধবার দুপুর সাড়ে ১২ টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবে। তবে ফলাফল জানার জন্য স্কুলে যাওয়ার প্রয়োজন নেই। অনলাইনে বা এসএমএসের মাধ্যমেই ফলাফল জানা যাবে। প্রাপ্ত নম্বরও জানতে পারবেন পরীক্ষার্থীরা।
LIVE NEWS & UPDATES
-
উচ্চ-মাধ্যমিকে দশম স্থানে রয়েছেন ১৭
উচ্চ-মাধ্যমিকে দশম স্থানে রয়েছেন ১৭ জন। তাঁরা হলেন মল্লিকা দেবনাথ, সায়ন্তন সরকার, তৃণা পুরকায়স্থ, সুদীপ পাল, অগ্নিভ মুখার্জী, ওসকে আবদুল রজ্জাক, মৃগাঙ্ক সাঁতরা, এসকে সৈয়ফউদ্দিন আহমেদ, সৌম্যদ্বীপ দত্ত, কোয়েল কুণড্, অঞ্জুমা দিলরুবা। প্রাপ্ত নম্বর ৪৮৭।
-
উচ্চ-মাধ্যমিকে নবম স্থানে ১৮ জন
উচ্চ-মাধ্যমিকে নবম স্থানে রয়েছেন ১৮ জন। তাঁরা হলেন দেবাঙ্গনা দাস, প্রণব বর্মণ, বৃষ্টি মাইতি, আমজাদ হোসেন, অর্ক দাস, সায়ন সাহা, অর্ক প্রতীম দে, সায়ন সাহা, অর্কপ্রতীম দে, পবিত্র মাইতি, তুহিন রঞ্জন অধিকারী, তৃষিতা কর্মকার, অথিনা বসু, সুপ্রভাত ঘোষ, সুজিত পাল, মোনালিসা পাল, অপূর্ব মণ্ডল, সায়ন্তনী দে, সৌরাসিমি দাস, প্রত্যুষা দাম, আর্য নন্দি, স্বাগতা চক্রবর্তী। সকলের প্রাপ্ত নম্বর ৪৮৭।
-
-
উচ্চ-মাধ্যমিকে অষ্টম স্থানে রয়েছেন ১১ জন
উচ্চ-মাধ্যমিকে অষ্টম স্থানে রয়েছেন ১১ জন। তাঁরা হলেন শ্রীতমা মিস্ত্রী, সৈয়দ সাকলেন কবির, আত্রেয়ী শর্মা, সংযুক্তা বিশ্বাস, শ্রেষ্ঠা অধিকারী, সন্দীপ ভট্টাচার্য, অদ্বিতীয় সিনহা, ইশিকা শীল, শিরীন আলম, সপ্তক দাস।
-
উচ্চ-মাধ্যমিকে সপ্তম স্থানে ১৩ জন
উচ্চ-মাধ্যমিকে সপ্তমস্থানে ১৩ জন। প্রাপ্ত নম্বর ৪৯০। তাঁদের মধ্যে রয়েছেন, সন্দীপ ঘোষ, দেবর্ষি বসাক, বিতান শাসমল, অর্ক ঘোষ, অভিরূপ পাল, শ্রীজা উপাধ্যায়, সুমিত মুখোপাধ্যায়, রূপঙ্কর ঘটক, কৌশিকি কুণ্ডু
-
উচ্চ-মাধ্যমিকে ষষ্ঠ স্থানে রয়েছেন ১২
উচ্চ-মাধ্যমিকে ষষ্ঠ স্থানে রয়েছেন ১২ জন। তাঁরা হলেন চয়ন বর্মণ, অঙ্কুর রায়, অর্কদ্বীপ ঘাড়া, তমাল কান্তি দাস, সোমায়ন জানা, সোহম চট্টোপাধ্যায়, রূপসা উপাধ্যায়, অদিতি মাহান্তি, সুপর্ণা মাহাত। প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৪৯১।
-
-
উচ্চ-মাধ্যমিকে পঞ্চমস্থানে ৫ জন
উচ্চ-মাধ্যমিকে পঞ্চমস্থানে রয়েছেন রয়েছেন পাঁচদন। তাঁরা হলেন কৌস্তভ কুণ্ডু, ঋষিতা সিনহা মহাপাত্র, দীপ্তার্ঘ দাস, অঙ্কিতা গড়াই, অনন্যা সামন্ত। প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৪৯২।
-
‘এত ভাল ফল হবে আশা করিনি’, উচ্চ-মাধ্যমিকে দ্বিতীয় সুষমা
উচ্চ-মাধ্যমিকে দ্বিতীয় সুষমা খান বলেন, “স্যররা খুবই সাহায্য করেছেন। করোনার কারণে আমরা মাধ্যমিক দিতে পারিনি। ভল ফল হবে আশা করেছিলাম। তবে দ্বিতীয় হব ভাবিনি। ভবিষ্যতে আমি ভূগোল নিয়ে এগিয়ে যেতে চাই। অঙ্ক করে চাই। আমার ভাল ফলাফলের অবদান মা-বাবা ও স্যর। পড়াশোনা ছাড়া গান করি ও ডাইরি লিখি।”
-
৪৯৩ পেয়ে চতুর্থ হয়েছেন ৩ জন
দক্ষিণ দিনাজপুরের শ্রীজিতা বসাক, উত্তর ২৪ পরগনার প্রেরণা পাল ও আরও একজন।
-
৪৯৪ নম্বর পেয়ে তৃতীয় হয়েছেন ৪ জন
তৃতীয় হয়েছেন চার জন। চন্দ্রবিন্দু মাইতি, পশ্চিম মেদিনীপুরের অনুসুয়া সাহা, পিয়ালি দাস দক্ষিণ দিনাজপুর,শ্রেয়া মল্লিক, দক্ষিণ দিনাজপুর। এদের সকলের প্রাপ্ত নম্বর ৪৯৪।
-
একক ভাবে প্রথম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে শুভ্রাংশু সর্দার
উচ্চমাধ্যমিকে একক ভাবে প্রথম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে শুভ্রাংশু সর্দার, প্রাপ্ত নম্বর ৪৯৬। যুগ্মভাবে দ্বিতীয় বাঁকুড়ার সুষমা খান ও উত্তর দিনাজ পুরের আবু সামা। প্রাপ্ত নম্বর ৪৯৫।
-
উর্দুতে প্রথম স্থান মহম্মহ আশান
উর্দুতে প্রথম স্থান অর্জন করেছেন মহম্মহ আশান। প্রাপ্ত নম্বর ৪৮৬। ক্যালকাটা মাদ্রাসার পড়ুয়া। নেপালির মধ্যে স্নেহা নেপাল। ৫০০ মধ্যে ৪৬৫। কালিম্পং। সাঁওতালিতে প্রথম বিবেক সোরেন, বাঁকুড়া মৌসুমি টুডু, ঝাড়গ্রাম ও সরস্বতী বাসকে।
-
পাশের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর
এই বছর পাশের হার ৮৯.২৫ শতাংশ। পাশের হার বেশি ৯৫.৭৫ পূর্ব মেদিনীপুরে। দ্বিতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা। দশম কলকাতা।
-
পরীক্ষায় ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি
এই বছরেও ছাত্রদের তুলনায় ১ লক্ষ ২৭ হাজার বেশি ছাত্রী পরীক্ষা দিয়েছেন। মার্কশিটে প্রথম কিউআর কোড দেওয়া হয়েছে।
-
মাধ্যমিকের থেকে প্রায় দেড় লক্ষ পরিক্ষার্থী বেশি উচ্চ মাধ্যমিকে
প্রায় সাড়ে ৮ লক্ষ পরিক্ষার্থী। জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা হওয়ার কথা উচ্চ মাধ্যমিক। কিন্তু এরা করোনাকালে মাধ্যমিক দেননি। তাই এদের প্রথম বড় পরীক্ষাই উচ্চ মাধ্যমিক। মাধ্যমিকের থেকে প্রায় দেড় লক্ষ পরিক্ষার্থী বেশি উচ্চ মাধ্যমিকে। সংসদ সভাপতি চিরঞ্জিব ভট্টাচার্য ফলপ্রকাশ করবেন। ফল জানা যাবে wbresults.nic.in ওয়েবসাইটে। এছাড়া WBCHSE Results 2023 মোবাইল অ্যাপেও জানা যাবে ফল। বেলা সাড়ে ১২ টা থেকে ওয়েবসাইটে দেখা যাবে ফল। ৫৭ দিনের মাথায় এবার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরচ্ছে।
Published On - May 24,2023 9:02 AM