West Bengal HS Result 2025: সেমেস্টার পদ্ধতিতে পরীক্ষায় উচ্চ মাধ্যমিকে কোন জেলার পরীক্ষার্থী সবথেকে বেশি ব়্যাঙ্ক করল জানেন?
West Bengal HS Result 2025: সাংবাদিক বৈঠকে শিক্ষা সংসদ জানিয়েছে, এ বছরের পাশের হার ৯৩.৭২ শতাংশ । ২০২৪-২৫ শিক্ষাবর্ষে যা ছিল ৯০.৭৯ শতাংশ। গত কয়েক বছরে এই পাশের হার সর্বাধিক। যদিও সর্বোচ্চ নম্বর নিয়ে সন্তুষ্টির জায়গা নেই বলেই মনে করছেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।

কলকাতা: এবারের উচ্চ মাধ্যমিকের ফল গত অন্যান্য বারের তুলনায় আলাদা। এবারই এসেছে পরীক্ষা পদ্ধতিতে বদল। সেমেস্টার পদ্ধতিতে পরীক্ষা হয়েছে। শুক্রবার উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের ফল।OMR শিট-এ এই প্রথম উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এ রাজ্যের পড়ুয়ারা। পরীক্ষার ৩৯ দিনের মাথায় ফলাফল প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
সাংবাদিক বৈঠকে শিক্ষা সংসদ জানিয়েছে, এ বছরের পাশের হার ৯৩.৭২ শতাংশ । ২০২৪-২৫ শিক্ষাবর্ষে যা ছিল ৯০.৭৯ শতাংশ। গত কয়েক বছরে এই পাশের হার সর্বাধিক। যদিও সর্বোচ্চ নম্বর নিয়ে সন্তুষ্টির জায়গা নেই বলেই মনে করছেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।
সর্বাধিক পাশের হার দক্ষিণ ২৪ পরগনা জেলায়। এই পাশের হার ৯৬.৭২ শতাংশ। তারপরই নদিয়া। এই জেলায় পাশের হার ৯৬.৬৪। তৃতীয় স্থানে পূর্ব মেদিনীপুর। এই জেলায় পাশের হার ৯৬.৫৯। হাওড়া জেলাতেও পাশের হার ৯৬ শতাংশের ওপর। এখানে পাশের হার ৯৬.০৭ শতাংশ।
বাকি জেলার পাশের হার এক নজরে
হুগলি ৯৫.৮২
উত্তর ২৪ পরগনা ৯৫.৬১
পশ্চিম মেদিনীপুর ৯৫.৩০
দক্ষিণ দিনাজপুর ৯৪.৮৯
পূর্ব বর্ধমান ৯৪.৪৯
ঝাড়গ্রাম ৯৩.৯০
কালিম্পং ৯৩.৮৮
কলকাতা ৯৩.৭৭
কোচবিহার ৯৩.১২
বাঁকুড়া ৯২.৫৬
দার্জিলিং ৯১.৯০
পশ্চিম বর্ধমান ৯১.৬৮
জলপাইগুড়ি ৯১.৫৪
আলিপুরদুয়ার ৯১.৩৫
বীরভূম ৯১.২৩
মুর্শিদাবাদ ৯০.৮২
মালদহ ৮৯.৪৫
পুরুলিয়া ৮৮.৫৫
উত্তর দিনাজপুর ৮৭.১২
তবে মেধাতালিকায় সবার ওপরে দক্ষিণ ২৪ পরগনার নাম। এই জেলা থেকেই দ্বিতীয় স্থানে রয়েছেন ৬ জন, তৃতীয় স্থানে এক জন, চতুর্থ স্থানে চার জন, পঞ্চম স্থানে এক জন, ষষ্ঠ স্থানে চার জন, সপ্তম স্থানে ৬ জন, নবম স্থানে ৩ জন, দশম স্থানে ৬ জন। এই জেলার মোট ৩১ জন পরীক্ষার্থীর নাম রয়েছে মেধাতালিকায়।
তারপরই পুরুলিয়া জেলার নাম। পুরুলিয়া থেকেই এবারে প্রথম স্থান অধিকার করেছেন ২ জন। দ্বিতীয় স্থানে ৩ জন, চতুর্থ স্থানে চার জন, ষষ্ঠ স্থানে ৭ জন, নবম স্থানে রয়েছেন ৮ জন। অর্থাৎ এই জেলা থেকে মোট ২৪ জনের নাম রয়েছে মেধাতালিকায়।
