Protest Rally: পথে নামছেন অপর্ণা সেনরা, আরজি করকাণ্ডের প্রতিবাদে বুদ্ধিজীবীদের মিছিল
RG Kar: পদযাত্রায় অংশ নেবেন অপর্ণা সেন, সোহিনী সেনগুপ্তরা ছাড়াও থাকবেন মিরাতুন নাহার, সুজাত ভদ্র, পার্থসারথি সেনগুপ্ত, পবিত্র গুপ্ত, ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়, দিলীপ চক্রবর্তী, সান্টু গুপ্ত, তরুণকান্তি নস্কর, অরুনাভ সেনগুপ্ত, তরুণ মণ্ডল, অজয় চট্টোপাধ্যায়, অজন্তা ঘোষ, ইন্দ্রাণী চক্রবর্তী, বিপ্লব চন্দ্র, উদয়নারায়ণ সরকার, নীলরতন নাইয়া, অশোক সামন্ত, প্রদীপ বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: আরজি করে পিজিটির উপর যে নৃশংস অত্যাচার চলেছে, খুন করা হয়েছে, তার বিচার চায় গোটা বাংলা। সমস্ত স্তরের মানুষ প্রতিবাদে সরব। এবার পথে নামছে ‘শিল্পী সাংস্কৃতিক কর্মী বুদ্ধিজীবী মঞ্চ’। শিল্পী সাংস্কৃতিক কর্মী বুদ্ধিজীবী মঞ্চের আহ্বানে ১৩ অগস্ট ২০২৪ মঙ্গলবার ‘নাগরিক সমাজের ধিক্কার পদযাত্রা’র ডাক দেওয়া হয়েছে। অপর্ণা সেন, সোহিনী সেনগুপ্ত, পল্লব কীর্তনিয়ারা পা মেলাবেন মিছিলে। এই মঞ্চের সভাপতি বিভাস চক্রবর্তী।
মঙ্গলবার শ্যামবাজার নেতাজি মূর্তির সামনে থেকে এই পদযাত্রা শুরু হবে। বিকাল ৪টে থেকে শুরু হবে তা। শেষ হবে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের এমার্জেন্সি গেট পর্যন্ত। আরজি করে কর্তব্যরত মহিলা শিক্ষার্থী চিকিৎসকের উপর নারকীয় অত্যাচার, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ও ন্যায় বিচারের দাবিতে আন্দোলনরত চিকিৎসক -স্বাস্থ্যকর্মীদের প্রতি সংহতি জ্ঞাপন করতে এই মিছিলেন ডাক দেওয়া হয়েছে।
পদযাত্রায় অংশ নেবেন অপর্ণা সেন, সোহিনী সেনগুপ্তরা ছাড়াও থাকবেন মিরাতুন নাহার, সুজাত ভদ্র, পার্থসারথি সেনগুপ্ত, পবিত্র গুপ্ত, ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়, দিলীপ চক্রবর্তী, সান্টু গুপ্ত, তরুণকান্তি নস্কর, অরুনাভ সেনগুপ্ত, তরুণ মণ্ডল, অজয় চট্টোপাধ্যায়, অজন্তা ঘোষ, ইন্দ্রাণী চক্রবর্তী, বিপ্লব চন্দ্র, উদয়নারায়ণ সরকার, নীলরতন নাইয়া, অশোক সামন্ত, প্রদীপ বন্দ্যোপাধ্যায়, অনুপ মাইতি, বিশ্বনাথ পাড়িয়া, জুবের রব্বানি, সাইফুল ইসলাম, অনুপ বন্দ্যোপাধ্যায়, প্রাণোতোষ বন্দ্যোপাধ্যায়, মানস জানা, বিজ্ঞান বেরা, অংশুমান মিত্র, মহুয়া নন্দ, মনোজ গুহ, মৃদুল দাস, কল্পনা দত্ত, প্রদীপ চক্রবর্তী, সমীপ চক্রবর্তীরা।