BJP Core Committee: রাজ্য বিজেপির কোর কমিটিতে মিঠুন, অগ্নিমিত্রা; বাদ পড়লেন রূপা গঙ্গোপাধ্যায়

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Oct 17, 2022 | 7:17 PM

Bengal BJP: কোর কমিটিতে রয়েছেন মোট ২০ জন। এর মধ্যে রয়েছেন একাধিক সাংসদ, বিধায়ক।

BJP Core Committee: রাজ্য বিজেপির কোর কমিটিতে মিঠুন, অগ্নিমিত্রা; বাদ পড়লেন রূপা গঙ্গোপাধ্যায়
মিঠুন চক্রবর্তী। ফাইল চিত্র।

Follow Us

কলকাতা: রাজ্য বিজেপির (BJP) কোর কমিটি (BJP Core Committee) থেকে বাদ পড়লেন প্রাক্তন বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। সোমবারই নতুন কোর কমিটির সদস্যদের নাম সামনে এসেছে। ২০ জনের নতুন কোর কমিটিতে রয়েছেন মিঠুন চক্রবর্তী, জগন্নাথ চট্টোপাধ্যায়, দীপক বর্মন, অগ্নিমিত্রা পালের মতো মুখ। কোর কমিটিতে থাকার পাশাপাশি দায়িত্ব বেড়েছে সাংসদ লকেট চট্টোপাধ্যায়, বিধায়ক অগ্নিমিত্রা পালদের। লকেট মহিলা মোর্চার পর্যবেক্ষক হয়েছেন, অগ্নিমিত্রা হলেন যুব মোর্চা অবজার্ভার। এছাড়াও রয়েছেন চারজন বিশেষ আমন্ত্রিত সদস্য রয়েছেন চারজন। এই চারজনই কেন্দ্রীয় নেতৃত্ব।

কোর কমিটিতে রাজ্য বিজেপির তিন প্রধান মুখ রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও সাংসদ দিলীপ ঘোষ তো রয়েছেনই। নাম রয়েছে রাহুল সিনহারও। এছাড়া কেন্দ্রের চার প্রতিমন্ত্রী তথা সাংসদ সুভাষ সরকার, নিশীথ প্রামাণিক, সাংসদ শান্তনু ঠাকুর, সাংসদ জন বার্লা রয়েছেন কোর কমিটিতে।

রয়েছেন মিঠুন চক্রবর্তী, স্বপন দাশগুপ্ত, অনির্বাণ গঙ্গোপাধ্যায়। নাম আছে সাংসদ দেবশ্রী চৌধুরী, বিধায়ক তথা বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গা, অমিতাভ চক্রবর্তী, সতীশ ধণ্ড, সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, বিধায়ক অগ্নিমিত্রা পাল, সাংসদ লকেট চট্টোপাধ্যায়, বিধায়ক দীপক বর্মন, জগন্নাথ চট্টোপাধ্যায়। এছাড়া বিশেষ আমন্ত্রিত সদস্য হিসাবে কোর কমিটিতে রয়েছেন মঙ্গল পাণ্ডে, সুনীল বনসল, অমিত মালব্য ও আশা লাকড়া।

এর আগে রাজ্য বিজেপির কোর কমিটিতে এত সদস্য ছিল কি না তা নিয়ে প্রশ্নের অবকাশ রয়েছে। একসঙ্গে ২০ জন সদস্য নিয়ে কোর কমিটি। পঞ্চায়েত ভোটের আগে নিঃসন্দেহে অত্য়ন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষ করে মিঠুন চক্রবর্তীকে রাজ্য বিজেপির কোর কমিটিতে তুলে আনা পঞ্চায়েত ভোটের আগে বিজেপির কৌশল বলেই মত রাজনীতির কারবারিদের। বাংলায় মিঠুন চক্রবর্তীর ‘ফেসভ্যালু’কে কাজে লাগিয়ে বিজেপির প্রচারে ঝড় তোলার সবরকম প্রচেষ্টা দেখা গিয়েছে একুশের বিধানসভা ভোটে। এবার ফের দায়িত্ব বাড়ল টলিপাড়ার ‘মহাগুরু’র।

Next Article
Salt Lake TET Agitation: পর্ষদ সভাপতির সঙ্গে সাক্ষাতের পরও নাখুশ চাকরিপ্রার্থীরা, রাতভর অবস্থানের হুঁশিয়ারি
New Weather Radar: উপকূলে ঝড়ের পূর্বাভাস হবে আরও নির্ভুল, কলকাতায় আসছে নতুন র‍্যাডার