Mamata-Nitish Meet: আমার কোনও ইগো নেই, নীতীশ-তেজস্বীর সঙ্গে বৈঠক শেষে বললেন মমতা

Deeksha Bhuiyan | Edited By: সায়নী জোয়ারদার

Apr 24, 2023 | 4:21 PM

Mamata Banerjee: নবান্নে মমতা-নীতীশ-তেজস্বীর বৈঠক শেষে একজোট হয়ে লড়ার বার্তা দিলেন বাংলা ও বিহারের মুখ্যমন্ত্রী। টার্গেট ২০২৪-এ দিল্লির মসনদ থেকে বিজেপিকে সরানো।

Mamata-Nitish Meet: আমার কোনও ইগো নেই, নীতীশ-তেজস্বীর সঙ্গে বৈঠক শেষে বললেন মমতা
সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে নীতীশ কুমার, তেজস্বী যাদব।

Follow Us

কলকাতা: নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। জাতীয় রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই বৈঠক। সোমবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠকও করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন নীতীশ কুমার ও তেজস্বী যাদব। কী বললেন মমতা-নীতীশ সেই সাংবাদিক বৈঠকে, রইল একনজরে

  1. আজ নীতীশজী এসেছেন। আমিও ২-৩ দফায় নীতীশজীর শপথ অনুষ্ঠানে পাটনা গিয়েছিলাম। সেটা মনে পড়ছে। নীতীশজীর সঙ্গে তেজস্বীজীও এসেছেন। বিহারে ওনারা একসঙ্গে কাজ করে বিজেপির বিরুদ্ধে ভাল বার্তা দিয়েছেন। ওনাদের স্বাগত জানিয়েছি : মমতা
  2. উন্নয়ন নিয়ে ওনাদের সঙ্গে কথা হল। রাজনৈতিক বেশ কিছু বিষয়েও কথা হয়েছে। : মমতা
  3. আজ কথা হল। তবে ওনার সঙ্গে তো আমাদের অনেক পুরনো সম্পর্ক। যাতায়াতও অনেকদিনেরই। তবে মাঝে কয়েক বছর আসতে পারিনি। কথা হয়েছে। আজ আসার সুযোগ হল। : নীতীশ
  4. খুব ভাল লাগছে। এখানে সবকিছু দেখছি। কত উন্নয়ন করেছেন উনি। আমাদের যে কথা হয়েছে, তা হল আমাদের সকলকে আরও বেশি বেশি করে, সবদলকে এক হয়ে আগামী লোকসভার জন্য প্রস্তুত হতে হবে। সকলে একসঙ্গে বসে কথাবার্তা বলুক। কীভাবে পরবর্তী পথ এগোনো যায়, তা ঠিক হোক। : নীতীশ
  5. যা হবে দেশের ভালোর কথা ভেবে হবে। এখন যারা শাসকদল, তারা শুধু নিজেদের প্রচারে ব্যস্ত। অন্যকিছুতে তাদের কিছু যায় আসে না। : নীতীশ
  6. দেশের জন্য, বিকাশের জন্য কোনও কাজ হচ্ছে না। শুধু ওরা নিজেদের চর্চা করে। এখানে দেখুন না উনি (মমতার দিকে হাত দেখিয়ে) করেছেন নাকি দিল্লি করেছে? : নীতীশ
  7. আমাদের দেশের যে পুরনো ইতিহাস, স্বাধীনতার লড়াই, সবকিছু সব প্রজন্মের জন্য থাকা উচিত। অথচ এরা ইতিহাস বদলে দেবে, কী করবে কে জানে। তাই সকলকে সতর্ক থাকতে হবে। : নীতীশ
  8. আজ খুব ভাল কথাবার্তা হল। খুবই ইতিবাচক হয়েছে সাক্ষাৎ। এরপর সময়মতো আমরা সকলে এক হয়ে, অন্য় দলগুলিকে নিয়ে বসে কথাবার্তা বলব। : নীতীশ
  9. আমার খুব ভাল লাগছে ওনারা বাংলায় এসেছেন। আমি নীতীশজীকে এটাই অনুরোধ করেছি, জয়প্রকাশজীকা যব মুভমেন্ট হুয়া থা, বিহার সে হুয়া থা। অগর হাম বিহার মে বাকি দল মিলে বৈঠক করি। প্রথমে ঘরোয়া বৈঠক, পরে ঠিক করব কোথায় যাব, কী ম্যানিফেস্টো হবে। ওসব পরে বলব। আগে একসঙ্গে একটা মেসেজ দিতে হবে, আমরা একসঙ্গে আছি। : মমতা
  10. আমি তো আগেই আপনাদের বলেছি, আমার এতে কোনও অসুবিধা নেই। আমি চাই বিজেপি জিরো হয়ে যাক। হাম চাহতে হ্যয় বিজেপি জিরো বন জায়ে, বহত বড়া হিরো বন গয়া কোয়ি কুছ নেহি করকে। খালি ঝুটা বাদ কহেকে। ফেক ভিডিয়ো বানাকে অউর ফেক বাত করকে। গুন্ডাগদ্দারি করকে। অ্যায়সা নেহি চল সকতা হ্যয়। : মমতা
  11. এর জন্য নীতীশজী সকলের সঙ্গে কথা বলবেন। হাম সকলে একসঙ্গে মিলে চলব। নীতীশজী সকলের সঙ্গে কথা বলবেন। হামভি বাত কর রহা হ্যয়। এক সাথ মিলকে হাম চলেঙ্গে। আমার পার্সোনাল ইগোর কোনও বিষয় নেই। আমরা কালেক্টিভলি সাথ মে কাম করনে চাহতে হ্যয়। এটাই বার্তা। : মমতা
Next Article