Anubrata Mondal: হাইকোর্টে ধাক্কা অনুব্রতর, ইডির FIR খারিজের আবেদন ফেরালেন বিচারপতি

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Dec 16, 2022 | 10:19 PM

Anubrata Mondal: দু'টি মামলা করা হয়েছিল। তারই একটি খারিজ করল হাইকোর্ট।

Anubrata Mondal: হাইকোর্টে ধাক্কা অনুব্রতর, ইডির FIR খারিজের আবেদন ফেরালেন বিচারপতি
অনুব্রত মণ্ডল

Follow Us

কলকাতা: এফআইআর খারিজের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন অনুব্রত মণ্ডল। দু’টি মামলার একটি খারিজ করে দিল আদালত। শুক্রবার বিচারপতি বিবেক চৌধুরী অনুব্রতর করা আবেদন খারিজ করে দেন। তদন্তের স্বার্থে এই আবেদন আপাতত খারিজ করল আদালত। গত ১৭ নভেম্বর অনুব্রতকে ‘শোন অ্যারেস্ট’ করে ইডি। অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে চায় তারা। সেই মতো দিল্লির বিশেষ আদালতে আর্জিও জানিয়েছে। তবে ইডির এফআইআর খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন অনুব্রত।

তাঁর আইনজীবী কপিল সিব্বল এদিন মামলার শুনানিপর্বে বলেন, নিম্ন আদালত ইতিমধ্যেই অনুমতি দিয়েছে, তদন্তের প্রয়োজনে ইডি জেলে গিয়ে অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করতে পারে। সেখানে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। তাঁর মক্কেলের বিরুদ্ধে সায়গল, এনামুলের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ তোলা হয়েছে। এ নিয়ে ইডি অনুব্রতকে জেরাও করে। সমস্ত অভিযোগই ভিত্তিহীন, তাই ইডির এফআইআর খারিজ করার আবেদন জানান তিনি।

আইনজীবী কপিল সিব্বল এদিন প্রশ্ন তোলেন, প্রথমে অনুব্রতকে সাক্ষী দেখানো হয়েছিল। পরে অভিযুক্ত হিসেবে দেখানো হয়। নিম্ন আদালতে আর্জি শোনা হয়নি। এখন দিল্লিতে নিয়ে যেতে চাইছে ইডি। পাল্টা সিবিআইয়ের আইনজীবী এসভি রাজু বলেন, জিজ্ঞাসাবাদের পরই গ্রেফতার করা হয়েছে অনুব্রতকে। তাঁকে রিমান্ড দিয়েছে নিম্ন আদালত। যদি বেআইনিভাবে গ্রেফতার করা হয়, তাহলে নিম্ন আদালত কেন জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেবে? এই বক্তব্যের বিরোধিতা করেন কপিল সিব্বল। তিনি বলেন, এই তথ্য ঠিক নয়। আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন তিনি। বলেন, টাকা তছরূপের অভিযোগ থাকলে আয়কর দফতরে যাওয়া দরকার।

Next Article