কলকাতা: কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। দু’দিনের ‘শাহি’ সফর কলকাতায়। শুক্রবার রাত সাড়ে ৮টা নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছন তিনি। সেখান থেকে রওনা দেয় অমিত শাহের কনভয়। গাড়ির সামনের সিটে স্বরাষ্ট্রমন্ত্রী। ঠিক তাঁর পিছনের সিটে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিমানবন্দর থেকে সরাসরি চলে যান ৬ মুরলীধর সেন লেনে, বিজেপির রাজ্য দফতরে। সেখানে দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীদের সঙ্গে বৈঠক করেন তিনি। ছিলেন সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পল, মঙ্গল পাণ্ডে, সুনীল বনসল, অমিত মালব্য, আশা লাকড়া, খগেন মুর্মু, সুভাষ সরকার, স্বপন দাশগুপ্ত, নিশীথ প্রামাণিক, জগন্নাথ চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিং মাহাতো, দীপক বর্মন, লকেট চট্টোপাধ্যায়, অমিতাভ চক্রবর্তী ও সতীশ ধন্দ। ৩৫ মিনিটের এই বৈঠক ঘিরে ইতিমধ্যেই নানা আলোচনা শুরু হয়েছে। ওয়াকিবহাল মহল মনে করছে, যেহেতু সামনেই পঞ্চায়েত ভোট, সেই ভোটের রণকৌশল নিয়ে এদিন বৈঠক করে থাকতে পারেন তিনি। এদিন বৈঠক শেষে রাত ১০টা নাগাদ বাইপাসের ধারে একটি পাঁচতারা হোটেলের উদ্দেশে রওনা দেন। লালবাজার, ডালহৌসি, এজেসি বোস ফ্লাইওভার ধরে মা উড়ালপুলে ওঠে কনভয়। ১০টা ২৫ নাগাদ হোটেলে ঢোকেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এদিন রাত সাড়ে ৯টার আগেই বঙ্গ বিজেপির সদর দফতরে পৌঁছে যান অমিত শাহ। তাঁকে অভ্যর্থনা জানাতে উপচে পড়া ভিড় দলীয় কর্মী-সমর্থকদের। তবে কড়া নিরাপত্তার গণ্ডীও রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীকে ঘিরে। এদিন সন্ধ্যা থেকেই বিজেপির কার্যালয়ের সামনে মহিলা ঢাকিরা পৌঁছে যান। ঢাকের বোলে ‘শাহি’ অভ্যর্থনার আয়োজন করে বঙ্গ বিজেপি শিবির।
শনিবার নবান্ন সভাঘরে ইস্টার্ন জ়োনাল কাউন্সিলের বৈঠক রয়েছে। সেই বৈঠকে যোগ দিতেই কলকাতায় অমিত শাহ। এই বৈঠকে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। শুধু বাংলার মুখ্যমন্ত্রীই নন, ইস্টার্ন জ়োনাল কাউন্সিলের বাকি রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরাও থাকবেন এই বৈঠকে। ইস্টার্ন জ়োনাল কাউন্সিলে বাংলা ছাড়াও রয়েছে বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, সিকিম।