Kuntal Ghosh: জেলে কুন্তলের গতিবিধি দেখবে সিবিআই, তদন্তকারীদের CCTV ফুটেজ দিতে নির্দেশ হাইকোর্টের

Shrabanti Saha | Edited By: সায়নী জোয়ারদার

Jun 19, 2023 | 5:49 PM

CBI: এদিন সিবিআই ফুটেজ চেয়ে আবেদন করলে বিচারপতি জানতে চান, ফুটেজগুলি এসে গিয়েছে কি না। হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের সদর্থক উত্তরের পরই তা দিয়ে দিতে বলা হয়।

Kuntal Ghosh: জেলে কুন্তলের গতিবিধি দেখবে সিবিআই, তদন্তকারীদের CCTV ফুটেজ দিতে নির্দেশ হাইকোর্টের
ফাইল ছবি

Follow Us

কলকাতা: কুন্তল ঘোষের (Kuntal Ghosh) চিঠি মামলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় সিবিআই (CBI)। সোমবার বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে মামলার শুনানি হয়। প্রেসিডেন্সি জেলে কুন্তলের গতিবিধি কেমন, যাবতীয় ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ সিবিআইকে তুলে দিতে নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা। কুন্তল ঘোষ জেলে যাওয়ার পরের ফুটেজ চেয়েছিল সিবিআই। জেলে জমা দেওয়া ফুটেজের কপি চেয়ে আদালতের দ্বারস্থ হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিন বিচারপতি জানিয়ে দেন, কুন্তলের জেলের যাবতীয় ফুটেজ সিবিআইকে তুলে দিতে হবে। হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে তা জমা ছিল। জেল সুপার তা জমা দিয়েছিলেন।

এদিন সিবিআই ফুটেজ চেয়ে আবেদন করলে বিচারপতি জানতে চান, ফুটেজগুলি এসে গিয়েছে কি না। হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের সদর্থক উত্তরের পরই তা দিয়ে দিতে বলা হয়। আদালত সূত্রে খবর, তিনটি মুখবন্ধ খাম জমা পড়ে। এরমধ্যে কুন্তলের জেলে যাওয়ার দিন থেকে সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করা আছে। তিনটি হার্ড ডিস্ক, ডেটা রয়েছে। একটি ফ্ল্যাশ ড্রাইভও আছে। এগুলি কপি করতে গেলে তিনদিন সময় লাগবে বলে জানায় সিবিআই। সেগুলি হাইকোর্টের টেকনিকাল টিমের সামনে করতে নির্দেশ দেওয়া হয়। চার দিন পর অর্থাৎ ২২ জুনের মধ্যে কপি করার কাজ শেষ করতে হবে। ২৩ জুন এই মামলার শুনানি হবে।

প্রসঙ্গত, কুন্তল ঘোষ আদালত ও হেস্টিংস থানায় অভিযোগ জানান, কেন্দ্রীয় তদন্তকারীরা তাঁকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেওয়ার জন্য চাপ দিচ্ছেন। এই নিয়ে হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রয়োজনে অভিষেককে জিজ্ঞাসাবাদের কথাও বলেন। সিবিআই ইতিমধ্যেই অভিষেককে নিজাম প্যালেসে তলবও করে। এরপরই সংশোধনাগারের ফুটেজ চেয়ে হাইকোর্টে আবেদন জানায় সিবিআই। সোমবার ছিল সেই মামলার শুনানি। সেখানেই সিবিআই তিনটি ডিভাইস থেকে তথ্য কপি করতে তিনদিন সময় চায়। আদালত তাতে সম্মতি দেয়। তবে এই কপি করার কাজ করতে হবে আদালতের টেকনিক্যাল টিমের সামনে।

Next Article