কলকাতা: প্রয়াত হলেন প্রবীণ সিপিএম নেতা মৃদুল দে (CPIM Leader Mridul Dey)। সোমবার রাত সাড়ে ১১টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৭৬ বছর। সিপিআইএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর প্রাক্তন সদস্য ছিলেন তিনি। পার্টির রাজ্য কমিটির বিশেষ আমন্ত্রিত সদস্যও ছিলেন। একাধারে ছিলেন সুলেখক, সুবক্তা, সাংবাদিক। ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তিনি। গত কয়েক মাস ধরে তাঁর চিকিৎসা চলছিল। সোমবার রাজারহাট নিউটাউনে সিএনসিআইয়ে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নদিয়ার ছাত্র রাজনীতি দিয়ে রাজনীতির জগতে প্রবেশ মৃদুল দে’র। এরপর ডিওয়াইএফআইয়ের সঙ্গে যুক্ত হওয়া। ধীরে ধীরে দলের আরও শীর্ষ স্তরে পৌঁছন তিনি। ভোটের ময়দানে লড়াই করেননি ঠিকই, তবে তাত্ত্বিক নেতা হিসাবে তাঁর কদর সংগঠনের অন্দরে আজীবন থেকেছে। বয়সের সীমা মেনে গত বছর রাজ্য কমিটি ও কেন্দ্রীয় কমিটি থেকে অব্যাহতি নিয়েছিলেন তিনি। ধীরে ধীরে শরীরও খারাপ হতে শুরু করে।
মঙ্গলবার নিউটাউনের চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট (CNCI) থেকে তাঁর মৃতদেহ বাড়িতে নিয়ে যাওয়া হবে। মানিকতলায় বাসভবনে তাঁর স্বজন, প্রতিবেশীরা শ্রদ্ধা জানাবেন। সেখান থেকে নিয়ে যাওয়া হবে আলিমুদ্দিন স্ট্রিটে সিপিআইএমের রাজ্য দফতরে (মুজাফফর আহমেদ্ ভবন)। সেখান থেকে সিপিএমের মুখপত্র গণশক্তির দফতরে শ্রদ্ধা জানাবেন তাঁর সতীর্থরা। বেলা সাড়ে ১২টা নাগাদ কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।