কলকাতা: দেশের শীর্ষ আদালতের নির্দেশে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরেছে ২টি মামলা। এই এজলাস বদল নিয়ে ‘চক্রান্তের গন্ধ’ বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের নাকে। শনিবার দিলীপ ঘোষ বলেন, “মাসখানেক ধরে বাজারে একটা শোনা যাচ্ছিল, ওনার হাত থেকে মামলা কেড়ে নেওয়া হবে। শেষ পর্যন্ত যেটা নিয়ে টেনশন ছিল, সেটাই হল। মানুষ যাঁর উপর ভরসা রেখেছিলেন, বাংলার মানুষ যাঁকে কেন্দ্র করে দুর্নীতির বিরুদ্ধে একজোট হতে শুরু করেছিলেন, তাদের মনোবল কমে যাবে। অন্যায়ের সাজা আজ না হোক কাল হবে। জাস্টিস গাঙ্গুলি যাবেন, অন্য কেউ আসবেন। কিন্তু এই ঘটনায় একটা চক্রান্তের গন্ধ সবাই পাচ্ছেন।”
এই প্রসঙ্গে দিলীপ ঘোষের সংযোজন, বিচার ব্যবস্থাকে এসবের বাইরে রাখতে হবে। না হলে তা চিন্তার বিষয়। একইসঙ্গে দিলীপ ঘোষের মতে, বিচারপতি গঙ্গোপাধ্যায় ন্য়য় বিচারের প্রতিমূর্তি। তবে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের মত, “সুপ্রিম কোর্টের যে নির্ণয় তা মেনে নেওয়া উচিত। কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় দুর্নীতিকে নির্মূল করার জন্য একটি নাম।”
যদিও দিলীপ ঘোষের বক্তব্য প্রসঙ্গে তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, “উনি ঠিকই বলেছেন, দেশের মানুষের একটাই চিন্তা, ২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে যেভাবে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে , সেটা তো একটা বড় বিপদের কারণ। “