কলকাতা: জিজ্ঞাসাবাদ নিয়ে অভিষেক বন্দ্যেপাধ্যায়ের (Abhishek Banerjee) চিঠির উত্তর দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। জানাল, শুধু কুন্তল ঘোষের চিঠি প্রসঙ্গেই নয়, নিয়োগ দুর্নীতি মামলাতেও তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্য তলব করা হয়েছিল। গত ১৩ জুন ইডির দফতরে তলব করা হয়েছিল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সেই হাজিরা এড়িয়ে যান তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড। পাল্টা ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মিথিলেশ কুমার মিশ্রকে সম্বোধন করে চিঠি লেখেন অভিষেক।
২ পাতার চিঠির সঙ্গে ১৩ পাতার হাইকোর্টের নির্দেশও যুক্ত করেন তিনি। সেখানেই অভিষেক লিখেছিলেন, তাঁর ২৯ মার্চের ‘পাবলিক স্পিচ’ নিয়ে জিজ্ঞাসাবাদ করার কথা বলেছিল আদালত। কিন্তু এরপর ইডি তাঁর কাছে যে তথ্য় চেয়েছে, তার সঙ্গে ওই জনসভায় বক্তৃতার কোনও সম্পর্ক নেই। তিনি ইডির কাছ থেকে ব্যাখ্যা চেয়েছিলেন তদন্তের অভিপ্রায় নিয়ে। এদিন ইডি চিঠি দিয়ে জানাল, শুধু কুন্তল ঘোষের চিঠি প্রসঙ্গেই তাঁকে তলব নয়, সামগ্রিক নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্যই তলব করা হয়।
১৩ জুন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির দফতরে ডেকে পাঠানো হয়েছিল। যদিও এ সংক্রান্ত চিঠি হাতে পাওয়ার পরই অভিষেক জানিয়েছিলেন, তিনি নবজোয়ার কর্মসূচিতে ব্যস্ত। তাই এখন তিনি যেতে পারবেন না। একইসঙ্গে তৃণমূল সাংসদের বক্তব্য ছিল, নবজোয়ারের পর ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট নিয়ে ব্যস্ত থাকবেন তিনি। তাই আপাতত তিনি হাজিরা দিতে পারছেন না।
এদিন ইডি জবাবি পত্রে লিখেছে, শুধু জিজ্ঞাসাবাদের জন্যই নয়, প্রয়োজনে বেশ কিছু নথিও চাওয়া হতে পারে বলেই নিয়োগ মামলায় জিজ্ঞাসাবাদের প্রয়োজন। মূলত ইডির হাতে এই মামলায় যে তথ্যপ্রমাণ এসেছে, তা আরও ভাল করে বুঝে নেওয়া বা জেনে নেওয়ার জন্য এই নোটিস পাঠানো হয়েছিল বলে জানিয়ে দিল ইডি। তবে অভিষেককে আর নতুন করে কোনও নোটিস পাঠানো হয়নি।