কলকাতা: করোনায় আক্রান্ত রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chattopadhyay) । বৃহস্পতিবার সকালে, তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। প্রবীণ মন্ত্রীর করোনা আক্রান্ত হওয়ায় উদ্বিগ্ন রাজনৈতিক মহল।
সূত্রের খবর, প্রবীণ মন্ত্রী গত ১০ ফেব্রুয়ারি, এসএসকেএমে কোমরের চিকিৎসা করাতে গিয়েছিলেন। । হাসপাতাল থেকে ফেরার পরেই তাঁর জ্বর আসে। মন্ত্রীর (Sovandeb Chattopadhyay) বাড়ির সদস্যদের ধারণা হয়, হয়ত চিকিৎসার পাশ্বপ্রতিক্রিয়া ফলেই শোভনবাবুর জ্বর আসে।তবে, জ্বর কমার কোনও লক্ষণ না থাকায় ডাক্তারদের পরামর্শে তিনি ককোভিড টেস্ট করান। বৃহস্পতিবার সকালেই করোনা রিপোর্ট পজিটিভ আসে মন্ত্রীর।
আরও পড়ুন: নবান্ন অভিযানে গিয়ে এখনও বাড়ি ফেরেননি দীপক, পথ চেয়ে বসে সরস্বতী
কোভিড পজিটিভ হওয়ার খবর নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেছেন মন্ত্রী। জানিয়েছেন, উপসর্গ বিশেষ না থাকায় ডাক্তারি পরামর্শে তিনি একান্ত নির্বাসনেই আছেন। পাশাপাশি, তাঁর আশেপাশে গত সাতদিনে যাঁরা এসেছিলেন তাঁদেরও করোনা পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন মন্ত্রী (Sovandeb Chattopadhyay)।
উল্লেখ্য, মমতা মন্ত্রীসভার অন্যতম বরিষ্ঠ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। ৭৬ পার করেছেন দক্ষিণ কলকাতার রাসবিহারীর বিধায়ক (Sovandeb Chattopadhyay)। করোনাকালে দীর্ঘদিন রাজনৈতিক কার্যকলাপ থেকে দূরে ছিলেন তিনি। মন্ত্রিত্বের দায়িত্বও সামলেছেন অত্যন্ত সাবধানে। এরই মধ্যে সংক্রমণ ধরা পড়ল তাঁর। করোনা কালের শুরু থেকেই রাজ্যের একাধিক মন্ত্রী আক্রান্ত হয়েছেন। সর্ব প্রথম আক্রান্ত হন দমকল মন্ত্রী সুজিত বসু।