AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

নবান্ন অভিযানে গিয়ে এখনও বাড়ি ফেরেননি দীপক, পথ চেয়ে বসে সরস্বতী

তাঁর বক্তব্য, "দীপককে বাড়ি পৌঁছানো আমাদের কাছে এখন প্রধান চ্যালেঞ্জ।"

নবান্ন অভিযানে গিয়ে এখনও বাড়ি ফেরেননি দীপক, পথ চেয়ে বসে সরস্বতী
ফাইল ছবি
| Updated on: Feb 18, 2021 | 2:58 PM
Share

পূর্ব মেদিনীপুর: সেদিন গিয়েছিলেন নবান্ন অভিযানে (DYFI Nabanna Abhijan)। সাত দিন কেটে গেলেও এখনও বাড়ি ফেরেননি দীপক পাঁজা। পরিবারের পাশে দাঁড়াতে বুধবার রাত ১০ টায় দীপকের বাড়িতে গেলেন ডিওয়াইএফআই রাজ্য সভাপতি মীনাক্ষী মুখোপাধ্যায় সহ বাম প্রতিনিধিদল ।

স্বামী কোথায় আছেন? কেমন আছেন? এই চিন্তাই কুঁড়ে কুঁড়ে খাচ্ছে দীপকের স্ত্রী সরস্বতী পাঁজাকে। নিঃসঙ্গ সরস্বতীর বর্তমান থাকেন বাঁশের তৈরি কুঁড়ে ঘরে। স্বামীকে ফিরে পাওয়ার আশা এখনও জিইয়ে রয়েছে মনে। কয়েক দিন ধরে মিলেছে একাধিক নেতা নেত্রীর আশ্বাস।

বুধবার রাতে সরস্বতীর মনবল বাড়াতে বাহারপোতা গ্রামে পৌঁছয় DYFI রাজ্য সভাপতি মীনাক্ষী মুখোপাধ্যায়। দীপক পাঁজা হারিয়ে যাওয়ায় রাজ্য সরকারকে প্রধান দায়ী করেন তিনি। তাঁর বক্তব্য, “দীপককে বাড়ি পৌঁছানো আমাদের কাছে এখন প্রধান চ্যালেঞ্জ।”

দীপকের বাড়িতে ডিওয়াইএফআই নেত্রী

আরও পড়ুন: পায়ে বোমার একাধিক স্প্লিন্টার, আজই এসএসকেএমে অস্ত্রোপচার মন্ত্রী জাকিরের

বুধবার রাতে পাঁশকুড়া বাহারপোতা গ্রামে দীপকের স্ত্রী সরস্বতী পাঁজার সঙ্গে দেখা করে তাঁকে আশ্বস্ত করেন মীনাক্ষী। নবান্ন অভিযানে বাম সমর্থকদের ওপর পুলিশের নির্মম অত্যাচার এবং দীপককে খুঁজে না পাওয়ার পেছনে বতর্মান সরকারের চক্রান্ত এবং নিষ্ঠুর মনোভাবকেই দায়ী করেন ডিওয়াইএফআই রাজ্য সভাপতি।