Suvendu Adhikari: শিশু সুরক্ষা কমিশনের নোটিস খারিজের আর্জি নিয়ে হাইকোর্টে শুভেন্দু

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Jan 31, 2023 | 7:56 AM

Suvendu Adhikari: ১৩ নভেম্বর একটি টুইট করেছিলেন শুভেন্দু অধিকারী। তা নিয়ে কমিশনে অভিযোগ জানানো হয়।

Suvendu Adhikari: শিশু সুরক্ষা কমিশনের নোটিস খারিজের আর্জি নিয়ে হাইকোর্টে শুভেন্দু
বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী।

Follow Us

কলকাতা: রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। গত ১৩ নভেম্বর টুইটারে একটি পোস্ট করেন শুভেন্দু অধিকারী। লিখেছিলেন, ‘তাজ বেঙ্গলে গ্র্যান্ড সেলিব্রেশন হচ্ছে আজ রাতে। ছেলের জন্মদিনের পার্টিতে কড়া নিরাপত্তা। ৫০০-র উপরে পুলিশ কর্মী, বম্ব স্কোয়াড, ডগ স্কোয়াড রয়েছে সেখানে। ডোর ফ্রেম মেটাল ডিটেক্টর, হাতে ধরা মেটাল ডিটেক্টর সবই আছে।’ কার ছেলের জন্মদিন, তা অবশ্য নাম করে বলেননি শুভেন্দু। তবে এক শিশুর সম্পর্কে এ ধরনের মন্তব্যে শিশুর সুরক্ষার অধিকার খর্ব হয় বলেই রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনে অভিযোগ দায়ের হয়। তার নিরিখে শুভেন্দু অধিকারীকে নোটিসও পাঠানো হয়। সেই নোটিস খারিজ করার আর্জি ও আপাতত তার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ চেয়ে আদালতে মামলা দায়ের করলেন শুভেন্দু অধিকারী। আগামী বুধবার বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের একক বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

শুভেন্দু অধিকারীকে রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন যে কারণ দর্শানোর নোটিস পাঠায়, তাতে বলা হয় ১৩ তারিখ শুভেন্দুর করা টুইটের প্রেক্ষিতে ১৬ নভেম্বর শিল্পা দাস নামে জনৈক মহিলা কমিশনে অভিযোগ জানিয়েছেন। শিশু সম্পর্কে এ ধরনের মন্তব্যের তীব্র নিন্দা করেছেন ওই মহিলা। শুভেন্দুর এ ধরনের মন্তব্য শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যতের জন্য ক্ষতিকর হতে পারে বলেও কমিশনের নোটিসে স্পষ্ট করে উল্লেখ করা হয়। তিনদিনের মধ্যে শুভেন্দুকে জবাবও দিতে বলা হয়েছিল। দেশের জুভেনাইল আইন অনুযায়ী কেন শুভেন্দুর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে না তার ব্যাখ্যাও চায় কমিশন। পাল্টা চিঠি দিয়েছিলেন শুভেন্দুও।

তবে শুভেন্দুর এই টুইট নিয়ে রাজনৈতিক জলঘোলাও হয়। তৃণমূলের ছাত্র পরিষদের নেতারা এ নিয়ে ‘গেট ওয়েল সুন’ কর্মসূচিও নেন। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করেছিলেন,
“শুভেন্দু মানসিকভাবে সুস্থ নেই। তাঁর আরোগ্য কামনা করে চিঠি পাঠানো হবে। সেই কর্মসূচির নাম হবে ‘গেট ওয়েল সুন’।” এ জলও আদালত অবধি গড়ায়। এবার শিশু কমিশনের নোটিসসংক্রান্ত মামলার দিকে নজর শাসকদলের।

Next Article