কলকাতা: বিধানসভার অধিবেশনে এবার ‘কুকথা’ নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হয়েছে বিধানসভায়। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গেল, “শালীনতা বজায় রাখ। কুকথা বলো না। কথা বলার স্বাধীনতা মানে কিন্তু কুকথা নয়। কুকথা বলার অধিকার কারও নেই।” রাজনীতির আঙিনায় কুকথার ফুলঝুড়ি তো ছুটতেই থাকে। তা প্রকাশ্য সভায় হোক বা চার দেওয়ালের ভিতরে বৈঠকে হোক। রাজনৈতিক মহলের মতে, কংগ্রেসের মুখপাত্র কৌস্তভ বাগচীর গ্রেফতারির আবহে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
কংগ্রেস নেতা-আইনজীবী কৌস্তভ বাগচীর ব্যারাকপুরের বাড়িতে শুক্রবার রাত ৩টে নাগাদ হানা দেয় পুলিশ। গ্রেফতার করা হয় কৌস্তভকে। মুখ্যমন্ত্রী প্রসঙ্গে শালীনতার মাত্রা ছাড়িয়ে কথা বলেছিলেন কৌস্তভ, তাঁর গ্রেফতারির পর সোশ্যাল মিডিয়ায় এমন কথাও উঠে আসে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য শশী পাঁজা সরাসরি এ নিয়ে সোচ্চারও হয়েছিলেন সাংবাদিক সম্মেলনে।
শশী পাঁজা বলেছিলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের সকলের মুখ্যমন্ত্রী। কারও কাছে তিনি মা, কেউ তাঁকে মেয়ে হিসাবে দেখেন। সকলের কাছেই এ ধরনের কটুক্তি খারাপ লাগার। একজন সামাজিক মাধ্যমে মিডিয়ায় যা বললেন, তা নিয়ে সকলে লজ্জিত। আমরা তাঁকে মা হিসাবে দেখি। ওনার অপমান আমরা সহ্য করব না। রোদ্দুর রায় আর কৌস্তভ বাগচী একই অপরাধ করেছেন। তাই আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।”
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দেন, বাক স্বাধীনতা মানে তারও একটা সীমা রয়েছে। শালীনতা বজায় রেখে কথা বলার কথাই এদিন বলেন মুখ্যমন্ত্রী। বলেন, “এমন কথা বোলো না বাবু যে কথা বলতে গিয়ে যে তোমার মুখ বেঁকে যাবে।”