Mithun on Kunal: ‘মরা অবধি আমার TRP নামাতে পারবি না’, কুণালকে ‘এলি তেলি গঙ্গারাম’ খোঁচা মিঠুনের

Mithun Chakrabarty: ত্রিপুরায় ভোট প্রচারে বিজেপির স্টার ক্যাম্পেনার মিঠুন চক্রবর্তী। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশের পর ত্রিপুরা যাচ্ছেন তিনি।

Mithun on Kunal:  'মরা অবধি আমার TRP নামাতে পারবি না', কুণালকে 'এলি তেলি গঙ্গারাম' খোঁচা মিঠুনের
কুণালের কথা গুরুত্বই দিলেন না মিঠুন।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 10, 2023 | 11:35 AM

কলকাতা: অবশেষে প্রজাপতি-বিতর্কে মুখ খুললেন মিঠুন চক্রবর্তী। বললেন, তাঁর টিআরপি কোনওদিনই কমানো যাবে না। মঙ্গলবার কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিঠুন বলেন, “আমার টিআরপি নামাতে চেয়েছিলি। আর মরা অবধি পারবি না।” একইসঙ্গে কুণাল ঘোষের বক্তব্য নিয়েও প্রশ্ন করা হয় তাঁকে। তবে কুণালের নাম শুনে কার্যত দূরছাই ভঙ্গিতে মিঠুন বলেন, “আমি এলি তেলিদের জবাব দিই না। ওসব গঙ্গারামদের কথায় জবাব দিই না।” ত্রিপুরায় ভোট প্রচারে বিজেপির তারকা প্রচারক মিঠুন চক্রবর্তী। এদিন ত্রিপুরা যাচ্ছেন তিনি। সেখানে যাওয়ার আগে এই মন্তব্য করেছেন মিঠুন।

প্রজাপতিতে মিঠুনের অভিনয় প্রসঙ্গে বলতে গিয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছিলেন, “আমি তো শুনেছি, দেব বেচারা মুখে বলতে পারছে না। ওর তো মিঠুনদাকে নেওয়াটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত হয়ে গিয়েছে। দেব বেচারা একটা সুন্দর ছবি করতে গেল, মিঠুনদার ফ্লপ অভিনয়! ওখানে যদি পরাণ বন্দ্যোপাধ্যায় থাকতেন ফাটাফাটি হয়ে যেত। ওই জায়গাটা একটু অসুবিধা হচ্ছে। ওকেও একটু বলতে হচ্ছে।” শুধু তাই নয়, কুণালকে বলতে শোনা গিয়েছিল, পরাণ বন্দ্যোপাধ্যায় টনিকে মিঠুনকে ১০ গোল দিয়ে দিয়েছেন।

কুণালের এই বক্তব্য সমর্থন করেননি তৃণমূল সাংসদ দেব। পাল্টা তিনি বলেছিলেন, কুণাল ঘোষ ছবির বিষয়টি বোঝেন না। তাই এ বিষয়টা তাঁর উপর ছেড়ে দেওয়াই ভাল। এরপর একাধিকবার মিঠুনের সমর্থনে সরব হয়েছেন দেব। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রজাপতি সিনেমার দৃশ্যের একটি ছবিও শেয়ার করেন তিনি। লেখেন, ‘এমনি’। এ নিয়েও কম চর্চা হয়নি। এরইমধ্যে এবার মিঠুনের এই মন্তব্য।