Amit Shah: কলকাতায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, শনিবার নবান্নে ইস্টার্ন জ়োনাল কাউন্সিলের বৈঠক

Amit Shah: পাঁচটি জ়়োনাল কাউন্সিল রয়েছে। প্রতিটিরই চেয়ারম্যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মন্ত্রক সূত্রে খবর, যে রাজ্যে এই বৈঠক হয়, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী হন ভাইস চেয়ারম্যান।

Amit Shah: কলকাতায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, শনিবার নবান্নে ইস্টার্ন জ়োনাল কাউন্সিলের বৈঠক
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি সৌজন্যে : PTI
Follow Us:
| Edited By: | Updated on: Dec 15, 2022 | 10:21 PM

কলকাতা: দু’দিনের বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শুক্রবার রাতের বিমানে কলকাতায় আসবেন তিনি। শনিবার নবান্ন সভাঘরে ইস্টার্ন জ়োনাল কাউন্সিলের বৈঠক আছে। মূলত সেই বৈঠকে যোগ দিতেই স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফর। শনিবার দুপুরে সেই বৈঠক সেরে কলকাতা বিমান বন্দর থেকে দিল্লির পথে রওনা দেবেন। স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থা প্রস্তুত রাখা হচ্ছে। শনিবারের বৈঠকে থাকার কথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। শুধু বাংলার মুখ্যমন্ত্রীই নন, ইস্টার্ন জ়োনাল কাউন্সিলের বাকি রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরও থাকার কথা এই বৈঠকে। ইস্টার্ন জ়োনাল কাউন্সিলের মধ্যে বাংলা ছাড়াও রয়েছে বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, সিকিম।

পাঁচটি জ়়োনাল কাউন্সিল রয়েছে। প্রতিটিরই চেয়ারম্যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মন্ত্রক সূত্রে খবর, যে রাজ্যে এই বৈঠক হয়, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী হন ভাইস চেয়ারম্যান। বছর বছর এই ভাইস চেয়ারম্যান বদল হয়। কারণ, বৈঠক হয় ঘুরিয়ে ফিরিয়ে রাজ্যগুলিতে। এবারের বৈঠক যেহেতু বাংলায় হচ্ছে, তাই বৈঠকের ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এর আগের সূচি অনুযায়ী, ইস্টার্ন জ়োনাল কাউন্সিলের বৈঠক ৫ ডিসেম্বর হওয়ার কথা ছিল। যদিও সে সময় তা স্থগিত হয়ে যায়। বিশেষ কারণে তা স্থগিত থাকলেও শনিবার তা অনুষ্ঠিত হতে চলেছে। এই কাউন্সিলের বৈঠকে কেন্দ্র-রাজ্য যুক্ত বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা। মূলত ইস্টার্ন ফ্রেট করিডর ও সীমানা সংক্রান্ত বিষয়ে আলোচনা হওয়ার কথা এই বৈঠকে।