Crime: রাতের বিমানে কলকাতায় নেমে অ্যাপ ক্যাব বুকিং মহিলার, ফোন আসতেই আরেক অভিজ্ঞতা…

Ranjit Dhar | Edited By: সায়নী জোয়ারদার

May 06, 2023 | 3:16 PM

Crime News: অভিযোগ, বুকিংয়ের পর চালক ফোন করেন। এরপরই গোলমালের শুরু। এ ধরনের অ্যাপ ক্যাবে আগাম ভাড়া নির্ধারিত থাকলেও চালকদের বিরুদ্ধে নানা সময়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা চাওয়া হয় বলে অভিযোগ ওঠে।

Crime: রাতের বিমানে কলকাতায় নেমে অ্যাপ ক্যাব বুকিং মহিলার, ফোন আসতেই আরেক অভিজ্ঞতা...
গ্রেফতার এক।

Follow Us

কলকাতা: মহিলা যাত্রীর সঙ্গে ফোনে অশালীন ব্যবহারের অভিযোগ। এক অ্যাপ ক্যাব চালককে গ্রেফতার করা হয়। কলকাতা বিমানবন্দর থেকে অভিযুক্ত অ্যাপ ক্যাব চালককে গ্রেফতার করে এনএসসিবিআই এয়ারপোর্ট থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ৩০ এপ্রিল খড়দহের এক মহিলা বিমানবন্দর থানায় এক অ্যাপ ক্যাব চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। টেলিফোনে অশালীন মন্তব্য করার অভিযোগ দায়ের করেন তিনি। মহিলার অভিযোগ, ২৯ এপ্রিল রাতের বিমানে দিল্লি থেকে কলকাতা আসেন তিনি। এরপর খড়দহের বাড়িতে ফেরার জন্য ওই গাড়ি বুক করেন।

অভিযোগ, বুকিংয়ের পর চালক ফোন করেন। এরপরই গোলমালের শুরু। এ ধরনের অ্যাপ ক্যাবে আগাম ভাড়া নির্ধারিত থাকলেও চালকদের বিরুদ্ধে নানা সময়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা চাওয়া হয় বলে অভিযোগ ওঠে। এমনকী খুব খারাপভাবে কথাও বলেন কেউ কেউ বলে অভিযোগ ওঠে। ওই মহিলা যাত্রীর কথায়, চালকের সঙ্গে তাঁর ভাড়া নিয়ে কথা কাটাকাটি হয়। ওই মহিলার দাবি, অভিযুক্ত অ্যাপ ক্যাব চালক টেলিফোনে তাঁর সঙ্গে অশালীন ভাষায় কথা বলেন। ওই মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে বিমানবন্দর থানার পুলিশ। শুক্রবার ওই অ্যাপ ক্যাব চালক কলকাতা বিমানবন্দরে এলে তাকে সেখান থেকে গ্রেফতার করে পুলিশ। ধৃত অ্যাপ ক্যাব চালকের নাম চন্দনকুমার যাদব।

প্রায় প্রায়ই এই রাইড শেয়ারিং সংস্থাগুলির বিরুদ্ধে অভিযোগ তোলেন যাত্রীরা। মূলত গাড়ির চালকদের বিরুদ্ধে খারাপ ব্যবহার, অতিরিক্ত ভাড়া চাওয়া, বুকিং গ্রহণ করেও তা বাতিল করে দেওয়ার মতো অভিযোগ ওঠে বারবার। আরও একবার অ্যাপ ক্যাব চালকের বিরুদ্ধে অশালীন ব্যবহারের অভিযোগ উঠল। ধৃতকে শনিবার ব্যারাকপুর আদালতে তোলা হবে।

Next Article