Prasanna Roy: ‘যাদের মধ্যে প্রসন্ন রায় মিডলম্যান, তাঁরা কোথায়?’, আদালতে প্রশ্ন আইনজীবীর

সুজয় পাল | Edited By: সায়নী জোয়ারদার

May 15, 2023 | 5:48 PM

CBI: রং মিস্ত্রি হিসাবে কর্মজীবন শুরু করেন প্রসন্ন রায়। সেই প্রসন্ন রায় যখন সিবিআইয়ের হাতে গ্রেফতার হন, তখন তিনি কয়েক কোটি টাকার সম্পত্তির মালিক বলে সূত্রের দাবি।

Prasanna Roy: যাদের মধ্যে প্রসন্ন রায় মিডলম্যান, তাঁরা কোথায়?, আদালতে প্রশ্ন আইনজীবীর
প্রসন্ন রায়।

Follow Us

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় মিডলম্যান হিসাবে গ্রেফতার করা হয় প্রসন্ন রায়কে (Prasanna Roy)। সোমবার আদালতে হাজির করা হয় তাঁকে। প্রসন্নর আইনজীবী এদিন বলেন, ২৫৮ দিন ধরে তাঁর মক্কেল হেফাজতে রয়েছেন। অথচ তাঁর নাম চার্জশিটে নেই। প্রসন্ন রায়ের আইনজীবী এদিন বলেন, “আমার মক্কেল একজন লিঙ্কম্যান। চার্জশিটে নাম নেই। কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখানো হয়েছে। কিন্তু সিজার লিস্টে সেসবের উল্লেখ নেই। এই মামলায় আমার মক্কেলের কাছ থেকে কিছু বাজেয়াপ্তও করা হয়নি।” এদিন প্রসন্নের আইনজীবী কোর্টরুমে প্রশ্ন তোলেন, যাদের মধ্যে প্রসন্ন রায় মিডলম্যানের ভূমিকায়, তাঁরা কোথায়?

এরপরই পাল্টা সিবিআইয়ের আইনজীবী বলেন, ‘এটা একটা নতুন মামলা। আমরা প্রসন্ন রায়কে জেল হেফাজতে চাইছি। চাকরির কমিশন এক্ষেত্রে আলাদা ছিল। ওনার কোম্পানি কেন খোলা হয়েছিল আর কী কাজ করছিল, কার থেকে টাকা নিচ্ছিল সেটা ব্যাঙ্ক স্টেটমেন্টে আছে।” দুই পক্ষের বক্তব্য শোনার পর বিচারক বলেন, ‘আমি সব দেখেছি। ভাল কাজ হয়েছে। যাদের বয়ান নিয়েছেন আপনারা পারলে গোপন জবানবন্দির আবেদন করুন।’

রং মিস্ত্রি হিসাবে কর্মজীবন শুরু করেন প্রসন্ন রায়। সেই প্রসন্ন রায় যখন সিবিআইয়ের হাতে গ্রেফতার হন, তখন তিনি কয়েক কোটি টাকার সম্পত্তির মালিক বলে সূত্রের দাবি। এই প্রসন্ন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ। পাঁচ বছরে ১ হাজার ৩৪ কাঠা জমিতে ২০০ কোটির বিনিয়োগের রেকর্ডও রয়েছে তাঁর।

 

Next Article