Governor CV Ananda Bose: শিক্ষাক্ষেত্রে পুরস্কার দেবে রাজভবন, রাজ্যের সঙ্গে নতুন সংঘাতের মেঘ

সুমন মহাপাত্র | Edited By: সায়নী জোয়ারদার

Jun 30, 2023 | 3:19 PM

CV Ananda Bose: এ নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। কারণ, শিক্ষা বিষয়ক যা কিছু পুরস্কার তা রাজ্য সরকারের তরফেই দেওয়া হয়। আলাদা করে রাজ্যপাল উদ্যোগী হচ্ছেন, পুরস্কার দেওয়া হচ্ছে, এমন ঘটনা এর আগে ঘটেনি।

Governor CV Ananda Bose: শিক্ষাক্ষেত্রে পুরস্কার দেবে রাজভবন, রাজ্যের সঙ্গে নতুন সংঘাতের মেঘ
রাজ্যপাল সিভি আনন্দ বোস।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: রাজ্য-রাজ্যপাল সংঘাতে নয়া মোড় আরও এক কদম এগিয়ে। নতুন পদক্ষেপ রাজভবনের (Raj Bhawan)। সূত্রের খবর, এবার শিক্ষাবিদ, ছাত্র, গবেষকদের পুরস্কার দেবে রাজভবন। শিক্ষা প্রশাসনে রাজভবনের এমন এমন সিদ্ধান্ত নিঃসন্দেহে বেনজির। গোটা শিক্ষাবর্ষের সেরা ছাত্রকে আর্থিক সম্মান দেওয়া হবে। সূত্রের খবর, উত্তরবঙ্গে উপাচার্যদের সঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose) যে বৈঠক করেন, সেখানেই এই সিদ্ধান্ত গৃহীত হয়। এবার তার বাস্তব রূপায়ণে নামছেন উপাচার্যরা। সূত্রের দাবি, প্রথম বছর এই পুরস্কারের খরচ দেওয়া হবে রাজভবন থেকে। বিশ্ববিদ্যালয় সমন্বয় কমিটি গোটা প্রক্রিয়ার দেখভাল করবে। যদিও এই পুরস্কারের পরিকল্পনা নিয়ে রাজ্যের শিক্ষা দফতরের কাছে কোনও খবর নেই বলেই জানা গিয়েছে।

পুরস্কারের তালিকা

১. সেরা শিক্ষাবিদ- ৫ লক্ষ টাকা
২. স্টুডেন্ট অব দ্য ইয়ার- ২ লক্ষ টাকা
৩. সেরা গবেষক- ২ লক্ষ টাকা

এ নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। কারণ, শিক্ষা বিষয়ক যা কিছু পুরস্কার তা রাজ্য সরকারের তরফেই দেওয়া হয়। আলাদা করে রাজ্যপাল উদ্যোগী হচ্ছেন, পুরস্কার দেওয়া হচ্ছে, এমন ঘটনা এর আগে ঘটেনি। তবে একথাও ঠিক, রাজ্যপাল পদাধিকার বলে রাজ্যের সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্যও বটে। তাই সেই পদে থেকে তিনি আলাদা করে কোনও উদ্যোগ নিতে পারেন কি না, তা নিয়েও আলোচনা হতেই পারে।

ইতিমধ্যেই রাজ্যপাল বোস রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করেছেন। উপাচার্যদের নিয়ে উত্তরবঙ্গে বৈঠক করেছেন। এরকমই ১০ জন উপাচার্যকে নিয়ে গড়ে দিয়েছেন একাধিক কমিটি। তৈরি করেছেন একটি সমন্বয় কেন্দ্রও। এবার পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত।

Next Article