কলকাতা: রাজ্যসভার ভোটে অংশ নিতে পারবেন তিন জেলবন্দি বিধায়ক। পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya) এবং জীবনকৃষ্ণ সাহা (Jibankrishna Saha) এই তিন জেলবন্দি বিধায়ক চাইলে ভোট দিতে পারেন রাজ্যসভার সাংসদ নির্বাচনে। সেক্ষেত্রে তাঁদের আদালতে আবেদন করতে হবে। আদালত সেই আবেদন মঞ্জুর করলে ভোট দিতে যাবেন তাঁরা। আগামী ১২ জুলাই রাজ্যসভার ভোটে মনোনয়ন দিতে চলছেন তৃণমূল প্রার্থীরা। এরপর ২৪ জুলাই ভোট। সেদিনই গণনা হবে।
রাজ্যের ৬টি আসনে রাজ্যসভার নির্বাচন হবে। সঙ্গে একটি আসনে উপনির্বাচন হওয়ার কথা। সেই ভোটে নিজের মত প্রকাশের অধিকার পাবেন নদিয়ার পলাশিপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য, মুর্শিদাবাদের বড়ঞার জীবনকৃষ্ণ সাহা এবং বেহালা পশ্চিমের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়। কারণ, তাঁরা বিচারাধীন বন্দি হিসাবে জেলে থাকলেও তাঁদের বিধায়ক পদ এখনও খারিজ হয়নি। তাই চাইলে আদালতের দ্বারস্থ হয়ে ভোটদানের অধিকার চাইতেই পারেন। মনে করা হচ্ছে, যেহেতু ভোটদানের বিষয়, তাই তা মঞ্জুর করতে পারে আদালত। তেমনটা হলে রাজ্যসভার ভোটে তিন বিধায়ক বিধানসভায় গিয়ে নিজের ভোট প্রয়োগ করবেন।
রাজ্যের ছ’টি আসনে সাংসদদের মেয়াদ সম্পূর্ণ হওয়ায় এই নির্বাচন হচ্ছে। ডেরেক’ও ব্রায়ান, দোলা সেন, সুস্মিতা দেব, শান্তা ছেত্রী ও সুখেন্দুশেখর রায়ের রাজ্যসভার সাংসদ পদের মেয়াদ শেষ হচ্ছে। একইসঙ্গে মেয়াদ শেষ হচ্ছে কংগ্রেসের সাংসদ প্রদীপ ভট্টাচার্যের পদের মেয়াদও। অন্যদিকে লুইজিনহো ফেলেইরো মেয়াদ শেষের আগেই সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ায় আরও একটি আসনে হবে উপনির্বাচন। বাংলার পাশাপাশি ২৪ তারিখ ভোট হবে গুজরাটের তিনটে, গোয়ার একটি আসনে।