Newtown Accident: তখনও আবছা ভোরের আলো, মাঝ রাস্তায় পড়ে দুই যুবক… সামনে আসতেই বীভৎস দৃশ্য

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Oct 05, 2022 | 8:43 AM

Newtown: রামমন্দির আইল্যান্ডের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে লাইট পোস্টে ধাক্কা মারে বাইকটি। রাস্তার ধারে পড়ে যান দু'জন।

Newtown Accident: তখনও আবছা ভোরের আলো, মাঝ রাস্তায় পড়ে দুই যুবক... সামনে আসতেই বীভৎস দৃশ্য
পথদুর্ঘটনায় আহতকে আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Follow Us

কলকাতা: সাত সকালে পথদুর্ঘটনা প্রাণ কাড়ল এক যুবকের। দশমীর ভোরে গতির বলি হলেন এক বাইক আরোহী। বাইকে আরও এক যুবক ছিলেন। তিনি আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। নিউটাউন রাম মন্দির আইল্যান্ডে ঘটনাটি ঘটে। বুধবার সকালের এই ঘটনায় খবর পেয়ে ইকোপার্ক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। গুরুতর অবস্থায় দু’জনকে উদ্ধার করে বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। অন্যজনকে আরজি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুই যুবকের মাথায় হেলমেটও ছিল। কিন্তু বাইকের গতি এতটাই বেশি ছিল যে বিপদ টলানো যায়নি। ভোর ৪টে নাগাদ এই ঘটনা বলে প্রত্যক্ষদর্শীদের অনুমান। নিউটাউন থেকে নবাবপুর মোড়ের দিকে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।

রামমন্দির আইল্যান্ডের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে লাইট পোস্টে ধাক্কা মারে বাইকটি। রাস্তার ধারে পড়ে যান দু’জন। পথ চলতি মানুষ এসে ইকোপার্ক থানায় খবর দেয়। পুলিশ এসে আহত দু’জনকে বিধাননগর হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত বলে ঘোষণা করা হয়। নিহতের বাড়ি রাজপুর সোনারপুর এলাকার দেশবন্ধুনগর এলাকায়। আহত যুবক দক্ষিণ ২৪ পরগনার গড়িয়া এলাকার বাসিন্দা।

এক প্রত্যক্ষদর্শী অরুণাভ সিংহ বলেন, “ভোর ৪টে ১০ ১৫ নাগাদ আসছিলাম। দূর থেকেই দেখি একটা গাড়ি রাস্তায় পড়ে আছে। এগিয়ে এসে দেখি একটা ছেলের মাথা ফেটে গেছে। রাস্তা রক্তে ভাসছে। এখানেই মারা গেছে মনে হল দেখে। আরেকজনকে দেখি রাস্তায় পড়ে ছটফট করছে। থাইটা ভেঙে গিয়েছে। আমি সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করি। পুলিশ এসে অ্যাম্বুল্যান্স করে তুলে নিয়ে গেছে। জানি না কী হবে। হেলমেট ছিল। হেলমেট রাস্তার ধারে ফেটে ভেঙে পড়ে রয়েছে। খুব জোরে আসছিল। রামমন্দির আইল্যান্ডের সামনে বিপদটা ঘটে।”

Next Article