শহরে এভাবেই গাছ পড়েছে ঝড়ে।
সোমবার বিকেলে আচমকাই ঝড়। রীতিমতো তাণ্ডব চালিয়েছে কলকাতার বিস্তীর্ণ এলাকায়। জেলায় জেলায় একই ছবি। কোথাও ঘরের চাল উড়েছে, কোথাও আবার গাছ পড়ে বিঘ্নিত বিদ্যুৎ পরিষেবা। যানচলাচলও বিঘ্নিত। এরইমধ্যে একের পর এক শাখায় ট্রেন দেরীতে চলারও খবর আসতে শুরু করেছে। কলকাতায় তিন মিনিট ধরে ঘণ্টায় ৮৪ কিলোমিটার বেগে ঝড় হয়েছে এদিন। দমদমে ঘণ্টায় ৬২ কিলোমিটার বেগে ঝড় হয়েছে। কলকাতার পাশাপাশি হাওড়ায় ঝড়বৃষ্টি হয়েছে। দুই ২৪ পরগনা, নদিয়া, মেদিনীপুরেও বৃষ্টিপাত হয়েছে। শেষ পাওয়া খবরে, ঝড়ের বলি হয়েছেন ৫ জন।
এখনও অবধি ৫ জনের মৃত্যু, জায়গায় জায়গায় পথ-দুর্ভোগ
- পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার ভোগপুর রেল স্টেশন লাগোয়া এলাকায় রেল লাইনের তারের উপর বড় গাছ পড়ে ট্রেন চলাচল বিঘ্নিত। আপ ও ডাউন লোকাল ট্রেন এবং এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ। দুর্ভোগ যাত্রীদের। মেচেদা সেন্ট্রাল বাসস্ট্যান্ড ও স্টেশনে আটকে পড়েছেন ট্রেন ও বাস যাত্রীরা।
- প্রতিকূল আবহাওয়া, কালবৈশাখীর দাপটে কলকাতা বিমানবন্দরে বিমান চলাচলে সাময়িক প্রভাব।কলকাতা বিমানবন্দরে আসা পাঁচটি বিমানকে অন্য বিমানবন্দরে ঘুরিয়ে অবতরণ করানো হয় বলে সূত্রের খবর।
- ঢাকা থেকে কলকাতাগামী ইউএস বাংলার বিমান ঘুরিয়ে ফের ঢাকা বিমানবন্দরে অবতরণ করানো হয়।
- দিল্লি থেকে কলকাতাগামী ভিস্তারার বিমান ঘুরিয়ে ভুবেনশ্বর বিমানবন্দরে অবতরণ করানো হয়।
- সুরাট থেকে কলকাতাগামী এয়ার এশিয়ার বিমান ঘুরিয়ে ভুবেনেশ্বরে অবতরণ করানো হয়।
- দিল্লি থেকে কলকাতাগামী ইন্ডিগো বিমান রাঁচি বিমানবন্দরে অবতরণ করানো হয়।
- চেন্নাই থেকে কলকাতাগামী বিমান রাঁচি বিমানবন্দরের অবতরণ করানো হয়।
- ঝড়ে গাছ চাপা পড়ে মৃত্যু হয় হাওড়ার বাগনান থানার দেউলটি উত্তর চক কমলা এলাকার এক মহিলার। নাম রজনী প্রসাদ (৪২)। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ঝড়ের সময় গৃহবধূ বাড়ির বাইরে বেরিয়ে ছিলেন। সেই সময় একটি শুকনো খেজুর গাছ ভেঙে পড়ে। তাতেই মৃত্যু হয়।
- উত্তর ২৪ পরগনার মোহনপুর থানার অন্তর্গত জাফরপুর চালবাজার এলাকায় বাড়িতে নারকেল গাছ পড়ে মৃত্যু হয় ৪০ বছরের সরস্বতী বিশ্বাস নামে এক মহিলার।
- উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে মঙ্গলপাণ্ডে পার্ক এলাকায় ঝড়ে গাছ চাপা পড়ে যুবকের মৃত্যু হয়। নাম কৌশিক ঢালি (২১)। কৌশিক রানাঘাটের বাসিন্দা। বাড়ি ফেরার পথে ঝড়ের মুখে পড়েন তিনি। গাছ ভেঙে পড়ে মাথার উপর। মৃত্য়ু হয়।
- এদিন বিকেলে ঝড়ে ঘর চাপা পড়ে মৃত্যু হয় ৭৫ বছর বয়সের এক বৃদ্ধের। হাওড়ার উলুবেড়িয়া-১ ব্লকের বহিরা গ্রামপঞ্চায়েতের ছোট আমশা গ্রামে। পুলিশ জানায় মৃতের নাম রাম মণ্ডল।
- পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানা এলাকার কোলাঘাট ব্লকের শ্রীধরবসান গ্রামে শেখ আসরফ খান (৬২)-এর গায়ে ঝড়ে উপড়ে আসা বিদ্যুতের খুঁটি পড়ে যায়। মারা যান তিনি। পেশায় লরি চালক আসরফ বাড়ির সামনে লরি পার্কিং করে বাড়ির দিকে রওনা হতেই এই বিপত্তি ঘটে। আচমকা বিদ্যুতের খুঁটিতে গাছ পড়ে, তারপর সেই খুঁটি ওই ব্যক্তির উপর পড়তেই ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
- দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকের কার্যালয়ে প্রবল ঝড়ের দাপটে একটি গাছ ভেঙে পড়ে গাছের নীচে থাকা একটি গাড়ির উপর। এই ঘটনায় একজনকে উদ্ধার করা হয় তৎক্ষণাৎ। আরেক আহত ব্যক্তিকে বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর জানানো হয়েছে তিনি স্থিতিশীল।
- কলকাতায় ধর্মতলা চাঁদনি চকের সামনে গাছ পড়ে ট্রাম চলাচল বন্ধ। মুরারিপুকুরে একটি বাড়ির একাংশে গাছ পড়েছে।
- ধর্মতলা থেকে লেলিন সরণির দিকে ঢুকেই ডানদিকে ফুটপাথের গাছ উপড়ে পড়ে রাস্তার কিছুটা অংশ আটকে।
- শ্যামনগর থেকে জগদ্দলের মধ্যে ঝড়ে ওভারহেডের তার ছিঁড়ে যায়। শিয়ালদহ মেইন শাখায় শ্যামনগর-নৈহাটি স্টেশনে ৩০ মিনিট ট্রেন চলাচল বিঘ্নিত হয়। পরে তা শুরু হলেও শিয়ালদহ আপ-ডাউন সব ট্রেনই ২০ মিনিট করে দেরীতে চলাচল করছে। অফিস ফেরত নিত্যযাত্রীরা সমস্যায় পড়েছেন।
- হিন্দমোটর কোন্নগর স্টেশনের মাঝে আপ আরামবাগ লোকাল দাঁড়িয়ে। ঝড়ে ফ্লেক্স উড়ে গিয়ে ওভারহেড তারে পড়ে। শর্ট সার্কিট থেকে পাওয়ার অফ হয়ে যায়। সাড়ে ৫টা নাগাদ হিন্দমোটর স্টেশন ছাড়ে আরামবাগ লোকাল। আপ লাইনে ট্রেন বন্ধ থাকলেও রিভার্স লাইন দিয়ে আপের ট্রেন চলছে।
- শিয়ালদহ দক্ষিণ শাখার লক্ষ্মীকান্তপুর লাইনে ট্রেন চলাচলে বিঘ্ন ঝড় বৃষ্টির দাপটে । দু’টি ট্রেন দাঁড়িয়ে আছে দক্ষিণ বারাসাত স্টেশনে।