Suvendu Adhikari: স্বরাষ্ট্র-স্বাস্থ্য-শিক্ষা বাজেট নিয়ে আলোচনা নয় কেন, বিধানসভায় সরব শুভেন্দু

Pradipto Kanti Ghosh | Edited By: সায়নী জোয়ারদার

Mar 06, 2023 | 1:23 PM

Assembly: ৬ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব চলবে। সেখানে মোট ৬টি দফতরের বাজেট প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা।

Suvendu Adhikari: স্বরাষ্ট্র-স্বাস্থ্য-শিক্ষা বাজেট নিয়ে আলোচনা নয় কেন, বিধানসভায় সরব শুভেন্দু
শুভেন্দু অধিকারী।

Follow Us

কলকাতা: বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হল সোমবার থেকে। এদিন অধিবেশনের শুরুতে অধিবেশন কক্ষে প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি প্রশ্ন তোলেন, কেন স্বাস্থ্য, স্বরাষ্ট্র নিয়ে কোনও আলোচনা নয়? এটা কি গণতন্ত্র? তিনি জানতে চান কেন এগুলি নিয়ে আলোচনা হবে না। এদিন অধিবেশন শুরুর আগে বৈঠকে বসে বিজেপির পরিষদীয় দল। এরপর অধিবেশন কক্ষে স্বরাষ্ট্র দফতর নিয়ে আলোচনার দাবিতে সরব হন শুভেন্দুরা। একইসঙ্গে তাঁরা শিক্ষা, স্বাস্থ্য দফতরের বাজেট নিয়ে আলোচনার দাবি তোলেন।

শুভেন্দু অধিকারীর অভিযোগ, গুরুত্বপূর্ণ দফতরগুলির বাজেট নিয়ে ১২ বছর কোনও আলোচনা হয়নি। বাজেট আলোচনায় এই দফতরগুলোকেও রাখতে হবে বলে জানান তিনি। যদিও এ বিষয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এর আগেও স্বরাষ্ট্র দফতরের বাজেট নিয়ে আলোচনা হয়েছে। সেই সময় আপনি সরকার পক্ষে ছিলেন। তাই আপনার মনে নেই।’

প্রসঙ্গত, ৬ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব চলবে। সেখানে মোট ৬টি দফতরের বাজেট প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা। এরমধ্যে রয়েছে, কৃষি, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর, ভূমি-ভূমি রাজস্ব, শিল্প, নগরোন্নয়ন, খাদ্য দফতর। বিরোধীদের অভিযোগ, শিক্ষা, স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ ৩৬টি দফতর নিয়ে কোনও আলোচনাই করার পরিকল্পনা নেই সরকারের। অর্থাৎ কোনও আলোচনা ছাড়াই এই ৩৬ দফতরের বাজেট প্রস্তাব পাশ হয়ে যাবে। এই নিয়েই এদিন সরব হন বিরোধী দলনেতা।

এরপর বিধানসভা থেকে হেঁটে শহিদ মিনারে ডিএ আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে যান শুভেন্দু অধিকারী-সহ বিজেপি বিধায়করা। অনশনকারীদের সঙ্গে কথা বলেন। বকেয়া ডিএর দাবিতে আন্দোলনকারী ও অনশনকারীদের সঙ্গে কথা বলেন তিনি। ডিএর দাবিতে এই আন্দোলন সোমবার ৩৯ দিনে পড়ল। অনশন পড়ল ২৫ দিনে।

Next Article