Manik Bhattacharya Family: জামিনের আবেদন করলেন না মানিকের স্ত্রী-ছেলে, ১৬ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ

সুজয় পাল | Edited By: সায়নী জোয়ারদার

Mar 06, 2023 | 8:00 PM

ED: এর আগের শুনানিতে ইডিকে আদালত প্রশ্ন করেছিল, এত প্রমাণ থাকা সত্ত্বেও কেন এতদিন গ্রেফতার করা হয়নি মানিকের স্ত্রী-পুত্রকে। ইডি জানায়, এতদিন গ্রেফতারির প্রয়োজন ছিল না। শুনানি শেষে রায়দান স্থগিত রাখা হয়। পরে জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।

Manik Bhattacharya Family: জামিনের আবেদন করলেন না মানিকের স্ত্রী-ছেলে, ১৬ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ
মানিক ভট্টাচার্য।

Follow Us

কলকাতা: আদালতে তোলা হল মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) স্ত্রী ও ছেলেকে। সোমবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হয় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা ভট্টাচার্য ও পুত্র সৌভিক ভট্টাচার্যকে। আদালতে এদিন তাঁদের তোলার পরে ইডির আইনজীবী বিচারককে বলেন, আগেরদিন ইডি আদালতে মানিকের পুত্র ও স্ত্রীকে জেল হেফাজতে পাঠানোর যে অর্ডার দেওয়া হয়েছিল, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে অভিযুক্তরা হাইকোর্টে আবেদন করেছেন। কিন্তু জামিনের আবেদন করেননি। তাই এই দু’জনকে ফের জেল হেফাজতে পাঠানো হোক। তবে অভিযুক্তদের আইনজীবীরা এদিন কোনও সওয়াল করেননি। শেষপর্যন্ত ১৬ এপ্রিল পর্যন্ত মানিকের স্ত্রী ও পুত্রকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

আপডেট

  1. এর আগের শুনানিতে ইডিকে আদালত প্রশ্ন করেছিল, এত প্রমাণ থাকা সত্ত্বেও কেন এতদিন গ্রেফতার করা হয়নি মানিকের স্ত্রী-পুত্রকে। ইডি জানায়, গ্রেফতারের প্রয়োজনীয়তা ছিল না।
  2. এরপরই আদালত শতরূপা ভট্টাচার্য ও পুত্র সৌভিক ভট্টাচার্যকে জেল হেফাজতের নির্দেশ দেয়।
  3. মানিক ভট্টাচার্যর স্ত্রী শতরূপা ভট্টাচার্য ও ছেলে সৌভিক ভট্টাচার্যের আবারও জেল হেফাজত। এদিন আদালত সেই নির্দেশই দিল।
  4. ১৯ এপ্রিল পর্যন্ত জেল হেফাজত মানিকের স্ত্রী ও ছেলের।
Next Article