Suvendu Adhikari: ‘আমার সমস্ত অভিযোগ সত্যি’, গিরিরাজের চিঠি শেয়ার করে টুইট শুভেন্দুর

Pradipto Kanti Ghosh | Edited By: সায়নী জোয়ারদার

May 22, 2023 | 9:59 PM

Bengal: ১০০ দিনের টাকা, আবাস যোজনার টাকা নিয়ে রাজ্য কেন্দ্রের তরজা তুঙ্গে। শাসকদলের অভিযোগ, এভাবে বাংলার মানুষকে বঞ্চিত করছে বিজেপি সরকার। পাল্টা বঙ্গবিজেপি নেতাদের দাবি, হিসাব দেখাতে পারেনি, তাই টাকাও পাচ্ছে না।

Suvendu Adhikari: আমার সমস্ত অভিযোগ সত্যি, গিরিরাজের চিঠি শেয়ার করে টুইট শুভেন্দুর
গিরিরাজ সিং ও শুভেন্দু অধিকারী।

Follow Us

কলকাতা: কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের চিঠি শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari)। সোমবার নিজেই টুইটারে সেই কথা জানালেন তিনি। এরপর সন্ধ্যায় হুগলির চুঁচুড়ায় এক দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “আমি গিরিরাজ সিংকে চিঠি লিখেছিলাম। তিনি টিম পাঠিয়েছিলেন। আমার সমস্ত অভিযোগ যে সত্যি তিনি আজকে চিঠিতে তা জানিয়েওছেন। আমি টুইটও করেছি তা। এই রাজ্যে ১০০ দিনের কাজ বা আবাস যোজনার কাজ বন্ধ থাকার জন্য দায়ী সরকার। এত চুরি হয়েছে, তাই কেন্দ্র আজ টাকা বন্ধ করতে বাধ্য হয়েছে। এরজন্য আমরা কেউ দায়ী নই। দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়।”

এর আগে রবিবারই বিজেপির বৈঠক থেকে শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রী গিরিরাজ সিংয়ের প্রশংসায় বলেছিলেন, “গিরিরাজ সিংয়ের জন্য হাততালি। চুরির টাকা কীভাবে বন্ধ করতে হয় তিনি জানেন। বাকি মন্ত্রকগুলোরও এমন করা উচিত।” এরপরই সোমবারের চিঠি-পর্ব। শুভেন্দু অধিকারী টুইটারে লেখেন, ‘গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতী রাজ বিভাগ থেকে আমি চিঠি পেয়েছি। এর আগে আমি একাধিক চিঠিতে জানিয়েছিলাম, কীভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ (PMAY-G) প্রকল্প বাংলায় নষ্ট হচ্ছে।’

একইসঙ্গে শুভেন্দুর দাবি, কেন্দ্রীয় যে দল এসেছিল তাদের রিপোর্টও তাঁর বক্তব্যকে সমর্থন করছে। উপভোক্তাদের যে তালিকা তৈরি হয়েছে, তা যথাযথভাবে তৈরি করা হয়নি। তৃণমূল প্রভাব খাটিয়েছে তালিকা তৈরিতে। অন্যদিকে প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণের লোগো পর্যন্ত বাংলার সরকার ব্য়বহার করেনি।

Next Article