Bengal, Kolkata Weather: সকাল থেকেই আকাশজুড়ে মেঘের খেলা, বৃষ্টির পূর্বাভাস রাজ্যে, আবহাওয়ার সকল আপডেট জানুন

Souvik Sarkar | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 25, 2023 | 3:46 PM

West Bengal, Kolkata Rains IMD Monsoon Live Updates: তবে আলিপুর আবহাওয়া অফিস বলছে, বৃষ্টি হবে। আগামিকাল আবার একুশে জুলাই। তৃণমূলের মেগা সভা। আবহাওয়া বলছে শুক্রবার বৃষ্টি বাড়বে কলকাতায়।

Bengal, Kolkata Weather: সকাল থেকেই আকাশজুড়ে মেঘের খেলা, বৃষ্টির পূর্বাভাস রাজ্যে, আবহাওয়ার সকল আপডেট জানুন
মেঘাচ্ছন্ন আকাশ।
Image Credit source: TV9 Bangla

Follow Us

সকাল থেকেই কালো মেঘ ঘিরেছিল গোটা আকাশ। যা দেখে মনেই হচ্ছিল হয়ত ভাসতে পারে দক্ষিণবঙ্গ। তবে বেলা বাড়তেই মেঘ কেটে ফুটে ওঠে রোদ। তবে আলিপুর আবহাওয়া অফিস বলছে, বৃষ্টি হবে। আগামিকাল আবার একুশে জুলাই। তৃণমূলের মেগা সভা। আবহাওয়া বলছে শুক্রবার বৃষ্টি বাড়বে কলকাতায়। রাজ্যের আজ আবহাওয়া কেমন থাকবে এক নজরে…

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 20 Jul 2023 09:49 AM (IST)

    অবস্থান কোথায় নিম্নচাপের?

    আলিপুর আবহাওয়া দফতরের খবর, বর্তমানে মৌসুমী অক্ষরেখা বিকানির কোটাগুনা মণ্ডলা পেন্ড্রারোডের উপরে অবস্থিত। বর্তমানে ওড়িশার কটকের উপর দিয়ে পশ্চি-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

    অপরদিকে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ওড়িশা সংলগ্ন উপকূলে এর প্রভাব। আগামী ২৪ ঘণ্টায় এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। যার অভিমুখ থাকতে পারে ওড়িশার দিকে। ঘূর্ণাবর্ত রয়েছে ছত্তিসগড় ও মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায়।

  • 20 Jul 2023 09:38 AM (IST)

    ২১ জুলাইয়ের আবহাওয়ার আপডেট

    আলিপুর আবহাওয়া দফতরের খবর, একুশে জুলাই বৃষ্টি বাড়তে পারে শহরে। তবে এরপর থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। রাজ্যজুড়ে থাকবে আংশিক মেঘলা আকাশ। এমনকী বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।