কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) তৃণমূলের ২১ জুলাইয়ের প্রস্তুতি সভা নিয়ে বিতর্ক তুঙ্গে। তৃণমূলের উত্তরীয় পরে বক্তব্য রেখেছেন খোদ রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু। মঞ্চে ছিলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। ঘটনায় নিন্দায় সরব যাদবপুরের অধ্যাপকেরা। রাজনৈতিক সভা হচ্ছিল বুঝতে পারিনি,বিতর্কের মুখে সাফাই রেজিস্ট্রারের।
এই বিষয়ে জুটা-র সাধারণ সম্পাদক প্রার্থপ্রতিম রায় বলেন, “অতীতে কখনও এই রকম দেখা যায়নি। একটি রাজনৈতিক দলের প্রস্তুতিতে বিশ্ববিদ্যালয়ের একজন আধিকারিক বক্তব্য রাখছেন। শুধু তাই নয়, ওই রাজনৈতিক দলের উত্তরীয় পরে বক্তব্য রাখছেন। এই রকম আগে কখনও দেখিনি। এটা বিশ্ববিদ্যালয়ের পক্ষে খুব একটা ভাল নয়।”
যদিও, যার বিরুদ্ধে অভিযোগ সেই রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু বলেন, “আমি কিছু জানি না। কর্মচারি থেকে শুরু করে শিক্ষক ছাত্রদের অনুষ্ঠানে আমাকে ডাকা হলে আমি সেখানে যাই। আগেও গিয়েছি। আমায় ডেকেছিল তাই গিয়েছিলাম। আমি ভেবেছিলাম কোনও আনুষ্ঠানিক সভা হবে। যাওয়ার পর দেখলাম ওই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কর্মচারি, শিক্ষকরাও রয়েছেন। সেখানে আমি বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থার কথা জানাই। ওইখানে যাওয়ার পর বুঝতে পারি যে এখানে ২১ শে জুলাইয়ের ফ্লেক্স টাঙানো হয়েছে। আর যখন দেখতে পাই তখন বেরিয়ে আসার কোনও উপায় ছিল না।”