Bengal, Kolkata Weather: গরম থেকে সাময়িক মুক্তি, বৃহস্পতি থেকেই বদলাবে বাংলার আবহাওয়া

Souvik Sarkar | Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 23, 2023 | 10:15 AM

Weather Update: মূলত, আকাশ থাকবে মেঘলা আকাশ। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আবহাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্নাবর্তটি পরিণত হয়েছে নিম্নচাপে। বর্তমানে এটি মধ্যপ্রদেশ ও তার সংলগ্ন এলাকায় অবস্থান করছে।

Bengal, Kolkata Weather: গরম থেকে সাময়িক মুক্তি, বৃহস্পতি থেকেই বদলাবে বাংলার আবহাওয়া
কেমন থাকবে আবহাওয়া?
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কলকাতা: কয়েকদিন বৃষ্টি হলেও আবারও সেই একইভাবে গরম পড়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। নাজেহাল অবস্থা এক প্রকার সকলের। তবে আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা জারি হয়েছে। মূলত, আকাশ থাকবে মেঘলা আকাশ। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আবহাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্নাবর্তটি পরিণত হয়েছে নিম্নচাপে। বর্তমানে এটি মধ্যপ্রদেশ ও তার সংলগ্ন এলাকায় অবস্থান করছে।

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

আজ ও আগামিকাল থেকে উত্তরবঙ্গে কমলা সতর্কতা জারি হয়েছ। তবে বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত। দার্জিলিং,কালিম্পং,আলিপুরদুয়ার, কোচবিহার,জলপাইগুড়ি জেলায় হতে পারে প্রবল বৃষ্টি। ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।

শুক্রবার ও শনিবার ভারী বৃষ্টির পাশাপাশি হলুদ সতর্কতা জারি হয়েছে দার্জিলিং,কালিম্পং আলিপুরদুয়ার,কোচবিহার,জলপাইগুড়ি জেলায়। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে মালদহ,উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহওয়া?

দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। কাল বৃষ্টি কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃহস্পতি ও শুক্রবার।

কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?

আজ আবহাওয়ার পরিবর্তন। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টি বাড়তে পারে। মূলত মেঘলা আকাশ। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে।

আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৬ থেকে ৯১ শতাংশ।

Next Article