Weather: সকাল থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি, আজ দিনভর দুর্যোগের পূর্বাভাস জেলায় জেলায়

Souvik Sarkar | Edited By: সায়নী জোয়ারদার

Apr 23, 2023 | 9:01 AM

Weather Forecast: আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Weather: সকাল থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি, আজ দিনভর দুর্যোগের পূর্বাভাস জেলায় জেলায়

Follow Us

কলকাতা: সকাল থেকেই আকাশের মুখ ভার (Weather Update)। ভোরের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিও হয়েছে কলকাতা-সহ একাধিক জায়গায়। এর জেরে রবিবার তাপমাত্রা অনেকটায় নেমেছে। আজ থেকে মঙ্গলবারের মধ্যে কলকাতায় দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে। ৫০ কিলোমিটার পর্যন্ত হাওয়ার গতিবেগ হতে পারে কলকাতায়। কলকাতা ও সংলগ্ন এলাকায় বজ্রপাতের আশঙ্কাও থাকছে। আগামী দু’দিন সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলেও পরবর্তী দু’দিনে কলকাতার তাপমাত্রা আরও ২ ডিগ্রি কমতে পারে বলে মনে করছেন আবহবিদরা। শনিবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস।

আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই সমস্ত জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় সাধারণ মানুষকে নিরাপদ স্থানে থাকার সতর্কতা আলিপুর আবহাওয়া দফতরের।

রবিবার সারাদিনই আকাশ মেঘলা থাকবে। আপাতত দক্ষিণবঙ্গে আর তাপপ্রবাহের সম্ভাবনা নেই। অন্তত আগামী ৪-৫ দিন আবহাওয়া এরকমই থাকবে। তবে সোমবার ও মঙ্গলবারও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া থাকবে। এই দু’দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।

উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। পাহাড় ও সংলগ্ন এলাকায় শিলাবৃষ্টির পরিমাণ কমবে। উত্তরবঙ্গের তাপমাত্রা প্রায় একই রকম থাকলেও দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরো কিছুটা নামবে। মূলত মেঘলা আকাশ। কোথাও আংশিক মেঘলা আকাশ।

আজ উত্তরের আট জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। সোম ও মঙ্গলবারেও উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। সোমবারে দমকা ঝড় হওয়া ৩০ থেকে ৪০ কিলোমিটার এবং মঙ্গলবারে দমকা ঝড়ো হাওয়া ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে অনুমান হাওয়া অফিসের। সিকিমে বরফপাতের কারণে ছাঙ্গু লেকের দিকে যাওয়ার রাস্তা ও নাথু লার পথ বন্ধ।