Kaliaganj: কালিয়াগঞ্জকাণ্ডেও ‘আমরা-ওরা’, কানুনগোদের বিরুদ্ধে ১৪৪ ধারা ভাঙার অভিযোগ রাজ্য শিশু সুরক্ষা কমিশনের

Deeksha Bhuiyan | Edited By: সায়নী জোয়ারদার

Apr 23, 2023 | 11:32 AM

North Dinajpur: দ্বাদশ শ্রেণির এক ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে গত শুক্রবার থেকে দফায় দফায় উত্তপ্ত হয় কালিয়াগঞ্জের সাহেবঘাটা। বাড়ির অদূরে একটি পুকুরের ধারে ওই কিশোরীর মৃতদেহ পড়েছিল।

Kaliaganj: কালিয়াগঞ্জকাণ্ডেও আমরা-ওরা, কানুনগোদের বিরুদ্ধে ১৪৪ ধারা ভাঙার অভিযোগ রাজ্য শিশু সুরক্ষা কমিশনের
প্রিয়াঙ্ক কানুনগো ও সুদেষ্ণা রায়।

Follow Us

কালিয়াগঞ্জ: আবারও জাতীয় শিশু সুরক্ষা কমিশন (NCPCR) বনাম রাজ্য শিশু সুরক্ষা কমিশন (WBCPCR)। জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগো কিছু না জেনে প্ররোচনামূলক মন্তব্য করছেন বলে অভিযোগ রাজ্য শিশু সুরক্ষা কমিশনের। পাশাপাশি জাতীয় শিশু সুরক্ষা কমিশন ১৪৪ ধারা ভেঙেছে বলেও অভিযোগ রাজ্য শিশু সুরক্ষা কমিশনের। রবিবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে গিয়েছে জাতীয় শিশু সুরক্ষা কমিশন। কিশোরীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ঘটনাস্থল খতিয়ে দেখার পাশাপাশি ওই কিশোরীর পরিবারের সঙ্গেও দেখা করতে যান প্রিয়াঙ্ক কানুনগো। সংবাদমাধ্যমের কর্মীরা সঙ্গে ঢুকতে গেলে বাধা দেয় পুলিশ। ১৪৪ ধারা জারি রয়েছে বলেও জানায় তারা।

এরইমধ্যে জাতীয় শিশু সুরক্ষা কমিশন নির্যাতিতার বাড়িতে একাধিক সংবাদমাধ্যম নিয়ে ঢুকেছে বলে অভিযোগ তুলে টুইটারে ক্ষোভ উগরে দেয় রাজ্য শিশু সুরক্ষা কমিশন। ১৪৪ ধারা লঙ্ঘনেরও অভিযোগ তোলে তারা। অন্যদিকে এদিনই জেলার অফিসারদের বৈঠকে ডাকেন কেন্দ্রীয় শিশু অধিকার রক্ষা কমিশনের চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগো। পুলিশের সঙ্গেও কথা বলতে চান তিনি।

রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন সুদেষ্ণা রায় বলেন, “বারবারই ওরা নিয়ম ভাঙছে। কোনওভাবেই ওরা আমাদের কখনও জানায় না যে আসছে। আমাদের সঙ্গে কোনও আলোচনা, কথাবার্তা ওরা বলে না। ওরা পুরোপুরি রাজ্য শিশু সুরক্ষা কমিশনকে এড়িয়ে যায়। নিয়মই হল সহযোগিতা করে কাজ করা। ওরা সেটা কখনওই করে না। প্রিয়াঙ্ক কানুনগো যে ধরনের মন্তব্য করে যাচ্ছেন, ঘটনা না জেনে, সেটা তো ভায়োলেশন। আর আজ উনি ১৪৪ ধারা রয়েছে এমন জায়গায় প্রেসের লোকজনকে গাড়ি করে নিয়ে গিয়েছেন।”

এর আগে মালদহের গাজোলে এক ছাত্রীর উপর নির্যাতনের ঘটনায় গিয়েও WBCPCR-এর সঙ্গে সংঘাতের আবহ তৈরি হয়। দু’পক্ষই ক্ষোভ উগরে দেয়। ফের একই ছবি।

Next Article