কলকাতা: মাঝেমধ্যে হালকা ঠান্ডা হাওয়া। মোটের উপর আকাশ পরিষ্কারই থাকবে দক্ষিণবঙ্গে। তবে দু’ একটি জেলায় আগামী দু’দিন হালকা বৃষ্টিও হতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের (Weather Update)। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গে শুষ্ক থাকবে আবহাওয়া। কোথাও, কোথাও হালকা কুয়াশার সম্ভাবনা থাকছে। ১৭ জানুয়ারি মঙ্গলবার রাতে ও বুধবার ১৮ জানুয়ারি সকালের উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে মেদিনীপুরেও। গত কয়েকদিনে তাপমাত্রা বেড়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিশেষ করে পৌষের শেষবেলায় দিনের তাপমাত্রায় ভালই বদল এসেছিল। মাঘের শুরুতে আবহাওয়ায় খুব একটা বদলের সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গের ক্ষেত্রেও আগামী পাঁচদিন শুষ্ক ও পরিষ্কার আবহাওয়া থাকবে। দার্জিলিং, কালিম্পংয়ে পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গে দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই কম থাকবে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বঙ্গে। সে কারণে এই বৃষ্টিপাত বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
বর্ষাকাল মানে যেমন রোজ বৃষ্টির দেখা মেলে না, একইভাবে শীতকাল মানেই যে একটানা শীতের ঝোড়ো ব্যাটিং চলবে তা ধরে নেওয়া ভুল হবে। এক-একটি স্পেলে শীতের পারা ওঠানামা করে। বঙ্গোপসাগরের উপর একটি উচ্চচাপ বলয় থাকছে। তার প্রভাবে ক্রমাগত জলীয় বাষ্প ঢুকছে। ফলে উত্তুরে বা উত্তুরে-পশ্চিমী হাওয়া অবাধে বইতে পারছে না। উত্তুরে হাওয়া বা উত্তুরে-পশ্চিমী হাওয়া যদি বাধা পায়, তাহলে ঠান্ডা আর অনুভূত হবে কীভাবে। উল্টে বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়।