কলকাতা: রাজ্যপালের সচিবপদের জন্য প্রস্তাবিত নাম পাঠাল নবান্ন। তিনজনের নাম রয়েছে তালিকায়। নাম রয়েছে অত্রি ভট্টাচার্য, বরুণ রায় এবং অজিতরঞ্জন বর্ধনের। নিয়ম অনুযায়ী, এই তিন জনের মধ্যে থেকেই একজনকে সচিব হিসাবে বাছাই করার কথা রাজভবনের। সম্প্রতি রাজ্যপালের প্রধান সচিব নন্দিনী চক্রবর্তীকে রাজভবন থেকে অব্যাহতি দেওয়া হয়। আর তারপর থেকেই জল্পনা ছিল, রাজ্যপালের পরবর্তী প্রধান সচিব কে হবেন। রাজ্যপাল সিভি আনন্দ বোস কাকে নিজের প্রধান সচিব হিসাবে বেছে নেন সেটাই দেখার। এই তিনটি নাম থেকেই সম্মতি দেন নাকি অন্য কারও নাম পাঠান, নজরে সেদিকও। এই মুহূর্তে অত্রি ভট্টাচার্য সুন্দরবন উন্নয়নের অতিরিক্ত মুখ্যসচিব, বরুণকুমার রায় শ্রম দফতরের সচিব এবং উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের সচিব পদে রয়েছেন অজিতরঞ্জন বর্ধন।
রাজ্যের একাধিক দফতরের সচিব পদ সামলানোর অভিজ্ঞতাসম্পন্ন নন্দিনী চক্রবর্তী ছিলেন রাজ্যপালের প্রধান সচিব। লা গণেশন যখন কিছু সময়ের জন্য বাংলার রাজ্যপাল হিসাবে এসেছিলেন, তখন থেকেই নন্দিনী চক্রবর্তী এই পদে ছিলেন। এরআগে এই পদের দায়িত্ব সামলেছেন সুনীলকুমার গুপ্তা। এবার কে এই পদে বসে তা নিয়ে জোর জল্পনা।
কিছুদিন আগেই নন্দিনী চক্রবর্তীকে অব্যাহতি দেওয়া হয় রাজ্যপালের প্রধান সচিব পদ থেকে। এই নিয়ে কম জলঘোলা হয়নি। রাজভবন তাঁকে অব্যাহতি দিয়ে দিলেও নবান্ন থেকে ছাড় পেয়েছেন কিছুদিন পর। এরকমই এক রবিবারেই খবরটি সামনে আসে। জানা যায়, নন্দিনী চক্রবর্তীকে সচিব পদ থেকে সরানো হচ্ছে। যদিও পরের দু’দিন রাজভবনে যান তিনি। এমনকী নিজের অফিসে কাজও করেন। কারণ, নবান্ন তাঁকে ছাড়পত্র দিলে তারপরই তিনি পুরোপুরি অব্যাহতি পাবেন। এর দু’ একদিন পর রাজভবনের পদ থেকে অব্যাহতি দেওয়া হয় নন্দিনীকে। পর্যটন দফতরের প্রধান সচিবের দায়িত্ব দেওয়া হয় তাঁকে।