Suvendu Adhikari: ‘এরা ১০০ শতাংশ সৎ’, কোন জমানার বামপন্থীদের সার্টিফিকেট দিলেন শুভেন্দু?

Pradipto Kanti Ghosh | Edited By: Soumya Saha

Oct 16, 2023 | 11:09 PM

CPIM: শুভেন্দু বললেন, "১৯৭৭-৭৮ সালে যাঁরা প্রমোদ দাশগুপ্ত, বিনয় চৌধুরী, গীতা মুখোপাধ্যায়ের সঙ্গে বামপন্থী আন্দোলন করেছেন, তাঁরা ১০০ শতাংশ সৎ। এই ৭৫-৮০ বছর বয়সি প্রাক্তন বিধায়করা সুগারের ওষুধ, ইনসুলিন কেনার টাকা পান না।"

Suvendu Adhikari: এরা ১০০ শতাংশ সৎ, কোন জমানার বামপন্থীদের সার্টিফিকেট দিলেন শুভেন্দু?
শুভেন্দু অধিকারী
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: বামেদের সঙ্গে মতাদর্শগতভাবে বিরোধ থাকলেও, একাংশের বাম নেতাদের প্রশংসা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) গলায়। উদাহরণ হিসেবে মহিষাদলের প্রাক্তন বাম বিধায়ক দীনবন্ধু মণ্ডলের কথাও উঠে আসে তাঁর মুখে। বললেন, “১৯৭৭-৭৮ সালে যাঁরা প্রমোদ দাশগুপ্ত, বিনয় চৌধুরী, গীতা মুখোপাধ্যায়ের সঙ্গে বামপন্থী আন্দোলন করেছেন, তাঁরা ১০০ শতাংশ সৎ। এই ৭৫-৮০ বছর বয়সি প্রাক্তন বিধায়করা সুগারের ওষুধ, ইনসুলিন কেনার টাকা পান না।” শুভেন্দুর বক্তব্য, তিনি কোনওভাবেই বামেদের সমর্থন করছেন না। কিন্তু বামেদের অতীতের জমানার কিছু মানুষ রয়েছেন, যাঁরা ১০০ শতাংশ সৎ বলেই মত বিধানসভার বিরোধী দলনেতার।

যদিও একইসঙ্গে শুভেন্দু এও বুঝিয়ে দেন, তিনি সব বামপন্থীদের এই সততার তালিকায় রাখছেন না। বললেন, “বামপন্থীদের পচন অনেক পরে ধরেছে। লক্ষণ শেঠের মডেল, হান্নান মোল্লার মডেল, মজিদ মাস্টারের মডেল, উদয়ন গুহর মডেল… এগুলি তো পরে হয়েছে।” উল্লেখ্য, রাজ্যের মন্ত্রী ও বিধায়কদের বেতন সংক্রান্ত বিষয়ে আজ বিধানসভায় একদিনের অধিবেশন ডাকা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তা ফলপ্রসু হয়নি। আর এরপরই বিধানসভায় নিজের ঘরে বসে একরাশ ক্ষোভ উগরে দেন শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, যেহেতু প্রাক্তন বিধায়কদের তালিকায় বামপন্থীরা বেশি, তাই বিধায়কদের পেনশনের বিষয়ে সরকার আগ্রহী নয়। সেই সময়েই মহিষাদলের প্রাক্তন বাম বিধায়ক দীনবন্ধুবাবুর কথা তুলে ধরেন শুভেন্দু।

এদিকে শুভেন্দুর থেকে বামেদের পুরনো দিনের নেতাদের এই সততার সার্টিফিকেট বিশেষ গুরুত্ব দিচ্ছেন না সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তাঁর বক্তব্য়, “সিপিএম কর্মীরা সৎ, এই সার্টিফিকেট দেওয়ার জন্য লেগে পড়েছেন শুভেন্দু অধিকারী। কে দায়িত্ব দিয়েছেন, জানি না। আমরা কোনও সার্টিফিকেট চাইনি।” সুজনবাবুর আরও বক্তব্য, “কখনও মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরোধিতা করতে গিয়ে বলেন সিপিএম অনেক ভাল ছিল। আবার কখনও শুভেন্দু অধিকারী তৃণমূলের বিরোধিতা করতে গিয়ে বলেন, সিপিএম অনেক ভাল ছিল। এদের কারও সার্টিফিকেট আমাদের চাই না। আমরা চাই মানুষের সার্টিফিকেট।”

তৃণমূলের আইটি ও সোশ্যাল মিডিয়া সেলের দায়িত্বে থাকা দেবাংশু ভট্টাচার্য আবার এসবের মধ্যে উস্কে দিয়েছেন ‘রাম-বাম’ তত্ত্ব। খোঁচা দিয়ে সোশ্যাল মিডিয়ায় দেবাংশু লিখেছেন, “এই রাজ্যের বিজেপি কাদের ভোটে পুষ্ট? কাদের তুষ্ট করতে পারলে বাকি ৫% ভোটও বাম দিক থেকে ‘রাম’দিকে টানা যাবে? শত্রুর শত্রু আমার মিত্র – এ তো চিরাচরিত সমীকরণ!”

Next Article