কলকাতা: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্তসহায়ক সুমিত রায়কে এদিন ডেকে পাঠানো হয়েছিল কলকাতায় ইডি অফিসে (ED Office)। নিয়োগ মামলায় জিজ্ঞাসাবাদের জন্যই ডাকা হয়েছিল তাঁকে। দুপুর ১২টা নাগাদ ইডির অফিসে পৌঁছে গিয়েছিলেন তিনি। প্রায় দশ ঘণ্টার জিজ্ঞাসাবাদ পর্ব শেষে শেষে রাত ১০টার কিছু আগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিস থেকে বেরলেন তিনি। কী বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কেন ইডি ডেকে পাঠিয়েছিল, সেই সব বিষয়ে এদিন রাতে সংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্য করতে চাননি তিনি। বললেন, ‘নো কমেন্ট্স। কিছু বলব না।’ ইডি অফিসে আবার তাঁকে ডাকা হয়েছে কি না, প্রশ্ন করায় তাঁর সংক্ষিপ্ত জবাব, ‘না, ডাকা হয়নি।’
প্রসঙ্গত, ইডির নোটিস পাওয়ার পরই আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। দ্রুত শুনানির আর্জি নিয়ে হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ করেছিলেন তিনি। আর্জি ছিল, যাতে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ না করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আজ যখন তিনি ইডির অফিসে হাজিরা দেন, সেই সময় কলকাতা হাইকোর্টে তাঁর সেই মামলার শুনানি ছিল। যদিও সুমিত ঘোষের আর্জি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। সুমিত রায়ের আর্জির প্রেক্ষিতে বিচারপতি জানিয়েছেন, ভবিষ্যতে যদি কড়া পদক্ষেপ করা হয়, তাহলে আদালতে আসতে পারেন সুমিত রায়।
এর আগে কয়লা মামলাতেও সুমিত রায়কে রক্ষাকবচ দেওয়া হয়েছে। এরপর নিয়োগ মামলাতেও রক্ষাকবচের আর্জি নিয়ে আদালতের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক। তবে এখনই সেই আর্জিতে সাড়া দিচ্ছে না আদালত।
তবে আজ টানা প্রায় ১০ ঘণ্টার জিজ্ঞাসাবাদ শেষে ইডির অফিস থেকে বেরিয়ে সুমিত রায় অবশ্য জানালেন, তাঁকে আর নতুন করে ডাকা হয়নি।