Mamata Banerjee: জোটে কংগ্রেসের ভূমিকা নিয়ে প্রশ্ন, উত্তরে যা বললেন মমতা…

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Apr 24, 2023 | 10:01 PM

Mamata Banerjee: প্রশ্ন শেষ হওয়ার আগেই সাংবাদিককে থামিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "এই দেখুন এগুলো আপনাদের চিন্তা করতে হবে না। আমরা সকলে একসঙ্গে। দেশের মানুষ বিজেপির বিরুদ্ধে লড়বেন। সব দল একসঙ্গে হাঁটবে।"

Mamata Banerjee: জোটে কংগ্রেসের ভূমিকা নিয়ে প্রশ্ন, উত্তরে যা বললেন মমতা...
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি PTI

Follow Us

কলকাতা: বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar) এবং উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব সোমবার এসেছিলেন নবান্নে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে সাক্ষাৎ করেন তাঁরা। লোকসভা ভোটে বিরোধী জোট নিয়ে যে আলোচনা হয়েছে, এদিন বারবার সে কথা শোনা যায় মমতা, নীতীশের মুখে। মমতা বন্দ্যোপাধ্যায়, নীতীশ কুমার এদিন যৌথভাবে সাংবাদিক সম্মেলন করেন। পাশেই ছিলেন তেজস্বীও। এরইমধ্যে এক সাংবাদিক মুখ্যমন্ত্রীর কাছে জানতে চান, ‘কংগ্রেস তো দীর্ঘদিন ধরেই জোটে নেতৃত্ব দিয়ে আসছে, তবে কি…’। প্রশ্ন শেষ হওয়ার আগেই সাংবাদিককে থামিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এই দেখুন এগুলো আপনাদের চিন্তা করতে হবে না। আমরা সকলে একসঙ্গে। দেশের মানুষ বিজেপির বিরুদ্ধে লড়বেন। সব দল একসঙ্গে হাঁটবে।” এদিন বারবারই মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বিরোধী জোটের কথা বলেন। এমনও বলেন, “আমার কোনও ইগো নেই।” তবে রাজনৈতিক মহলের মতে, জোটে কংগ্রেসের নেতৃত্বের সম্ভাবনা নিয়ে মমতার অবস্থান এখনও আলোচনাসাপেক্ষ।

এ নিয়ে কংগ্রেস নেতা ঋজু ঘোষাল বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় তো কংগ্রেসের পাকা ঘুঁটি কেচিয়ে দেওয়ার জন্য গোয়া যান, মেঘালয়ে দল ভাঙান, ত্রিপুরায় ভোট নষ্ট করেন। তিনি দেখছেন কর্নাটকে ওপিনিয়ন পোল বলছে ১৪০ সিট পাব আমরা। মণিপুরে ঘর ওয়াপসি হচ্ছে। কংগ্রেসে ফিরছেন অনেকেই। বিজেপি ছেড়ে আসছেন অনেকেই। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় তো পাবেন। তাই রিপোর্টারদের বলছেন আপনাদের ভাবতে হবে না।”

এ নিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর বক্তব্য, “কে মুখ হবেন কে মুখ হবেন না, জোটের চেহারা কী হবে, সেটা তো পরের কথা। কিন্তু কংগ্রেসকে বাদ দিয়ে যারা হবে মনে করছেন, তারা বিজেপির হাতে খেলছেন। কংগ্রেসকে বাদ রেখে বিরোধী ঐক্যের প্রবক্তা তো বিজেপি।” এ নিয়ে বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “আমরা এসব নিয়ে ভাবি না। আমরা মনে করছি বিরোধীরা একটা নেট প্র্যাকটিস করছে। মাঠে নামতে পারবে না।”

Next Article