কলকাতা: গরমের মরশুমে ট্রেনযাত্রীদের বাড়তি চাপ কমাতে বিশেষ উদ্যোগ রেলের। চালু হচ্ছে সামার স্পেশাল ট্রেন। মালদা টাউন (Malda Town) স্টেশন থেকে উধনা পর্যন্ত যাতায়াত করবে এই স্পেশাল ট্রেন। ৪ মে থেকে ২২ জুন পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার উধনা (Udhna) স্টেশন থেকে মালদা পর্যন্ত চলাচল করবে এই স্পেশাল ট্রেন। অর্থাৎ, মোট ৮টি ট্রিপ চলবে উধনা থেকে মালদা টাউন পর্যন্ত। বৃহস্পতিবার রাত ১১টায় উধনা থেকে রওনা দিয়ে এই সামার স্পেশাল ট্রেনটি মালদা টাউনে পৌঁছবে তৃতীয় দিন সকাল সাড়ে ৯টায়। একইভাবে মালদা টাউন থেকেও একটি ট্রেন রওনা দেবে উধনার দিকে। ৭ মে থেকে ২৫ জুন পর্যন্ত প্রত্যেক রবিবার সকাল ৯ টা ৫ মিনিটে মালদা টাউন থেকে রওনা দেবে ট্রেনটি। যাত্রী শুরুর পর তৃতীয় দিনে মধ্যরাত ১টা ২০ মিনিটে উধনা পৌঁছবে। মালদা টাউন থেকে উধনা রুটেও আটটি ট্রিপ চলবে এই স্পেশাল পরিষেবা।
রেলের তরফে জানানো হয়েছে, মালদা টাউন ও উধনা স্টেশনের মাঝে নিউ ফরাক্কা, বারহারওয়া, সাহিবগঞ্জ, কাহালগাঁও, ভাগলপুর, সুলতানগঞ্জ, জামালপুর ও অভয়পুর স্টেশনে থামবে এই স্পেশাল ট্রেন। উভয় প্রান্তেই যাতায়াতের সময় এই স্টেশনগুলিতে থামবে সামার স্পেশাল এই ট্রেন।
রেলের তরফে জানানো হয়েছে, দ্বিতীয় শ্রেণির জেনারেল কামরা ছাড়াও অন্যান্য দূরপাল্লার ট্রেনের মতো স্লিপার ক্লাস কামরা এবং বাতানুকুল কামরাও থাকবে এই সামার স্পেশাল ট্রেনে।
আগামী ২৭ এপ্রিল থেকে মালদা টাউন থেকে উধনাগামী ট্রেনের টিকিট কাটা যাবে পিআরএস এবং ইন্টারনেট পরিষেবার মাধ্যমে। তবে এই ট্রেনের ক্ষেত্রে কনসেশন বা কোনও ছাড় থাকছে না। তৎকাল কোটায় টিকিট কাটার ব্যবস্থা এক্ষেত্রে থাকবে না।