কলকাতা: রাজ্যের মন্ত্রীদের জন্য নয়া ফরমান জারি। বেসরকারি কোনও অনুষ্ঠানে যেতে হলে তার আগে জানাতে হবে মুখ্যমন্ত্রীর দফতরে। রাজ্যের মন্ত্রীদের স্বচ্ছ ভাবমূর্তি ধরে রাখতেই এই নির্দেশ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। কিন্তু হঠাৎ কেন এমন নির্দেশ দেওয়া হল?
প্রশাসনিক সূত্রের খবর, সম্প্রতি আর্থিক প্রতারণার সঙ্গে যুক্ত এক ব্যক্তির হাত থেকে সম্বর্ধনা নিয়ে এক মন্ত্রীর বিপাকে পড়েছিলেন। সেই সংবর্ধনার ছবি সামনে আসতেই তৈরি বৈতর্ক। পাশাপাশি মুখ্যমন্ত্রীর কাছেও পৌঁছয় তার ছবি। ঠিক তারপরই এই সিদ্ধান্ত বলে মনে করছে প্রশাসনিক মহল। মন্ত্রীসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দিয়েছেন এ ধরনের কোনও অনুষ্ঠানে যাওয়ার আগে সিএমও থেকে অনুমতি নিতে হবে।
উল্লেখ্য, ২০২৬ সালে বিধানসভার নির্বাচন। তার আগে ২০২৫ সালের শুরু থেকেই এই নির্দেশ মেনে চলতে হবে মন্ত্রীদের। মূলত, তার আগে মন্ত্রীসভার সদস্যরা কোনও বিতর্কে জড়িয়ে না পড়েন তাই আগেভাগেই এই সিদ্ধান্ত। বস্তুত, মুখ্যমন্ত্রী বারবার ছোট থেকে মাঝারি-বড় নেতাদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন কোনও ভাবেই অন্যায় সহ্য করা হবে না। এর আগে রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়দের নাম জড়াতেই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে দল। এখন কেউই নেই মন্ত্রী সভায়। ফলে, আগামী নির্বাচনের আগে কোনও রকম ঝুঁকি নিতে চাইছেন না খোদ নেত্রী। তিনি তা আরও একবার বুঝিয়ে দিয়েছেন।