কলকাতা: পঞ্চায়েত ভোটের (Panchayet Election 2023) নির্ঘণ্ট ঘোষণা হয়ে যেতেই সব রাজনৈতিক দলগুলির মধ্যে চূড়ান্ত ব্যস্ততা। হাতে আর এক মাসও সময় নেই। ৮ জুলাই ভোট। তার আগে শেষ মুহূর্তের রণকৌশল তৈরিতে ব্যস্ত শাসক-বিরোধী সব পক্ষ। আর এদিকে পঞ্চায়েত ভোট ঘোষণা হয়ে যেতেই রাষ্ট্রীয় বিধায়ক সম্মেলনে যোগ দেওয়া কার্যত অনিশ্চিত হয়ে পড়ল এ রাজ্যের বিধায়কদের। বিজেপি-তৃণমূল কোনও দলেরই জনপ্রতিনিধিরা আপাতত ওই বিধায়ক সম্মেলনে যোগ দিচ্ছেন না বলেই জানা যাচ্ছে। বিজেপি পরিষদীয় দলের তরফে বিধায়ক মঙ্গল পাণ্ডে জানানো হয়েছে, ভোটের কারণে তাদের কোনও বিধায়ক ওই সম্মেলনে যাচ্ছেন না বলেই স্থির হয়েছে। যেহেতু পঞ্চায়েত ভোট ঘোষণা হয়ে গিয়েছে, তাই পদ্ম শিবিরের বিধায়করা নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকবেন। ফলে রাষ্ট্রীয় বিধায়ক সম্মেলনে তাঁরা এখন যেতে পারছেন না।
এদিকে তৃণমূল শিবিরের তরফে বর্ষীয়ান বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ও জানিয়েছেন, তাঁদের দলের কোনও বিধায়ক যাবেন না রাষ্ট্রীয় বিধায়ক সম্মেলনে। টিভি নাইন বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও। তিনিও বিধায়ক সম্মলেন যাচ্ছেন না বলেই জানিয়েছেন। যেহেতু পঞ্চায়েত ভোট ঘোষণা হয়ে গিয়েছে, তাই এখন যাওয়া সম্ভব নয় বলেই জানিয়েছেন তিনি। ফলে রাষ্ট্রীয় বিধায়ক সম্মেলন বাংলার বিধায়কদের যাওয়া কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে। উল্লেখ্য, আগামী ১৫ জুন থেকে মহারাষ্ট্রে এই বিধায়ক সম্মেলন আয়োজিত হচ্ছে। তিন দিন ধরে মহারাষ্ট্রের পুণেতে চলবে রাষ্ট্রীয় বিধায়ক সম্মেলন। সেখানে দেশের প্রতিটি রাজ্যের বিধায়কদের থাকার কথা। সেই মতো প্রায় ৫০টি মতো হোটেলও বুক করা হয়েছে মহারাষ্ট্রে।
উল্লেখ্য, এই রাষ্ট্রীয় বিধায়ক সম্মেলনে বাংলার বিধায়করা, বিশেষ করে বিরোধী দলের বিধায়করা কোথায় কোথায় সমস্যায় পড়ছেন, সেই বিষয়টি তুলে ধরার পরিকল্পনা ছিল রাজ্যের বিজেপি বিধায়কদের। সর্বভারতীয় এই সম্মেলনে, যেখানে সব রাজ্যের বিধায়করা উপস্থিত থাকবেন, সেখানে বাংলার পরিস্থিতির কথা তুলে ধরে শাসক দলের উপর আরও চাপ তৈরির কৌশল নিয়েছিল বিজেপি শিবির। কিন্তু আপাতত পঞ্চায়েতের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাওয়ার ফলে, পদ্ম শিবিরের বিধায়করা ওই সম্মেলনে উপস্থিত থাকতে পারছেন না বলেই এখনও পর্যন্ত খবর।