কলকাতা: পুরভোট চার সপ্তাহ পিছিয়ে দেওয়ার দাবিতে রাজ্য নির্বাচন কমিশনে যাচ্ছে বিজেপি। রবিবার সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন বিজেপি (BJP) নেতা শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। তিনি বলেন, কলকাতায় সংক্রমণ কমলেও উত্তরবঙ্গ কিংবা দক্ষিণবঙ্গে সংক্রমণ এখনও নিয়ন্ত্রণে আসেনি। এই পরিস্থিতিতে মানুষের ভোট নিয়ে উদ্বেগ কাজ করতে পারে। সংক্রমণে মৃত্যুহারও নেহাত কম নয়। তাই বিজেপির তরফে সোমবার রাজ্য নির্বাচন কমিশনের কাছে দাবি করা হবে, ২৭ ফেব্রুয়ারির যে প্রস্তাবিত নির্বাচন (Election), তা চার সপ্তাহ পিছিয়ে দেওয়া হোক। একইসঙ্গে শমীক জানান, চারটি পুরনিগম ও ১০৮টি পুরসভার নির্বাচনের গণনাও একসঙ্গে একইদিনে চাইছেন তাঁরা। এ নিয়েও সোমবার কমিশনকে তাঁরা জানাবেন।
শমীক ভট্টাচার্যের কথায়, “আগামী ১২ ফেব্রুয়ারি চারটি পুরনিগমে ভোট হচ্ছে। আদালতের পর্যবেক্ষণ ছিল চার থেকে ছ’ সপ্তাহ ভোট পিছিয়ে দেওয়া হোক। রাজ্য নির্বাচন কমিশন চার সপ্তাহের ন্যূনতম সময়সীমা মানেনি। ১২ তারিখে ভোট, ১৪ তারিখ গণনা। আমরা প্রথম থেকে দাবি করে এসেছি সমস্ত পুরভোট একসঙ্গে হোক। আমাদের দাবি ছিল সমস্ত ভোটের গণনা একদিনে হোক। কলকাতার ভোট আগে হয়েছে। বাকি পুরনিগমের ভোট ১২ তারিখ। ২৭ ফেব্রুয়ারি যে পুরভোট হচ্ছে তার গণনা সম্ভবত মার্চ মাসের ৩ তারিখ। আমরা সোমবার নির্বাচন কমিশনের কাছে দাবি জানাচ্ছি, চারটি পুরনিগমের নির্বাচন এবং ১০৮টি পুরসভার ভোট গণনা একদিনে হোক।”
একইসঙ্গে শমীক ভট্টাচার্যের দাবি, “সংক্রমণ কলকাতায় কম হলেও উত্তরবঙ্গে বাড়ছে, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সংক্রমণের হার বাড়ছে। মৃত্যুর সংখ্যা কিন্তু খুব একটা কমেনি, বরং বেড়েছে। এই পরিস্থিতিতে আমরা দলের পক্ষ থেকে চাই ২৭ ফেব্রুয়ারির যে ভোট তা চার সপ্তাহ পিছিয়ে দেওয়া হোক। মানুষ যাতে স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। আমরা চাই চার সপ্তাহ ভোট পিছিয়ে যাক। চার পুরসভা-সহ সমস্ত পুরভোটের গণনা একদিনে হোক। এই দাবি নিয়ে আমরা রাজ্য নির্বাচন কমিশনে যাচ্ছি।”