কলকাতা: পুরভোটে (West Bengal Municipal Elections 2022) তৃণমূল তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। শুক্রবার এই ঘোষণার পর থেকে রাজ্য রাজনীতিতে একের পর এক ঘটনাক্রম। হাতে চাঁদ পাওয়ার মতো করেই বিরোধীরা ভোটের মুখে পেয়ে গিয়েছে শাসকদলের বিড়ম্বনা বাড়ানোর ইস্যু। কিন্তু প্রশ্ন উঠছে বিরোধী শিবিরের দিকেও। বিজেপি (BJP) কি ২৭’ র ভোট নিয়ে পুরোপুরি স্বস্তিতে? ৯ ফেব্রুয়ারি মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। অর্থাৎ হাতে আর মাত্র ৪৮ ঘণ্টা। অথচ এখনও প্রার্থী তালিকাই দিয়ে উঠতে পারল না তারা। ফলে কতজন সময়মতো মনোনয়ন জমা দিতে পারবে তা নিয়ে চরম সংশয়ে রয়েছেন কর্মীরা। সোমবার দুপুরে বিজেপির প্রার্থী তালিকা (BJP Candidate List) প্রকাশ হওয়ার কথা ছিল। কিন্তু বিকেল গড়িয়ে গেলেও সে তালিকা প্রকাশিত হয়নি। হতে পারে এদিন রাতে তা দেওয়া হবে। কিন্তু হাতে মাত্র ৪৮ ঘণ্টা! এর মধ্যে ১০৮টি পুরসভার প্রার্থী তালিকা ঘোষণা করে, তার পর তাঁদের মনোনয়ন জমা দেওয়া খুব সহজ নয় বলেই মনে করছেন দলেরই একাংশ।
রাজ্য নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১০৮টি পুরসভায় ভোট ২৭ ফেব্রুয়ারি। মনোনয়ন জমা নেওয়া চলছে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৯ ফেব্রুয়ারি। ১২ ফেব্রুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। স্ক্রুটিনি ১০ ফেব্রুয়ারি। ১০৮টি পুরসভার জন্য প্রায় তিন হাজারের কাছাকাছি প্রার্থীর নাম ঘোষণা করা হবে। এতজন প্রার্থীর মনোনয়ন জমা দেওয়া মোটেই মুহূর্তের কাজ নয়। সবথেকে গুরুত্বপূর্ণ হল, এই মনোনয়ন পত্র পূরণ করতে হয় খুবই সাবধানে, দেখেশুনে।
কোথাও কোনও ভুলত্রুটি হয়ে গেলে মনোনয়নই বাতিল হয়ে যেতে পারে। বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হয়নি এখনও। যদি ধরে নেওয়া যায়, সোমবার রাতের মধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা হবে তা হলে সেক্ষেত্রে মঙ্গলবার ও বুধবার মনোনয়নপত্র জমা দেওয়ার সময় থাকছে। কিন্তু এরমধ্যে কোনও প্রার্থীর মনোনয়নপত্রে সমস্যা হলে তা শোধরানোর সময় তাঁরা পাবেন তো? এ প্রশ্ন উঠছে দলেরই অন্দরে।
নিচুতলার কর্মীরা বুঝেই উঠতে পারছেন না কী হচ্ছে! একইসঙ্গে তাঁদের মনে প্রশ্ন জাগছে, আদৌ বিজেপি সবক’টি আসনে প্রার্থী দিতে পারবে তো? কারণ, ইতিমধ্যেই বিজেপি সূত্রে খবর, সমস্ত আসনে প্রার্থী খুঁজতে বেশ কিছুটা সময় যাচ্ছে গেরুয়া শিবিরের। যদিও এ নিয়ে প্রকাশ্যে দলের কেউ কোনও মন্তব্য করেনি। তবে কর্মীদের মধ্যে ইতিমধ্যেই দানা বাধছে হতাশা। প্রথম শোনা গিয়েছিল, রবিবার প্রার্থী তালিকা প্রকাশ করবে বিজেপি।
সোমবার ও মঙ্গলবার প্রার্থীরা মনোনয়ন জমা দেবেন। হাতে একটা দিন রাখা হবে। কিন্তু তা হয়নি। সূত্রের খবর, দু’ একটি পুরসভায় বিজেপি জেলা কমিটির সভাপতির সই সম্বলিত তালিকা প্রকাশ করেছে। কিন্তু ১০৮টি পুরসভার নিরিখে তা কিছুই নয়। এসবের মধ্যেই সোমবার রাতে বিজেপির ওয়েবসাইটে তালিকা প্রকাশ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কোনওরকম সাংবাদিক বৈঠক হবে না বলেই জানা যাচ্ছে। কিন্তু যতক্ষণ না তা হচ্ছে, জোর পাচ্ছেন না কর্মী, সমর্থকরা। যদিও প্রার্থী তালিকা প্রকাশে বিলম্ব নিয়ে বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের যুক্তি, “আমরা পারিনি নয়, করিনি। সময় হলেই হবে। কিছু সংবাদমাধ্যম ও হতাশ বামপন্থীরা আর তৃণমূল এসব বলছে।”
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
কলকাতা: পুরভোটে (West Bengal Municipal Elections 2022) তৃণমূল তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। শুক্রবার এই ঘোষণার পর থেকে রাজ্য রাজনীতিতে একের পর এক ঘটনাক্রম। হাতে চাঁদ পাওয়ার মতো করেই বিরোধীরা ভোটের মুখে পেয়ে গিয়েছে শাসকদলের বিড়ম্বনা বাড়ানোর ইস্যু। কিন্তু প্রশ্ন উঠছে বিরোধী শিবিরের দিকেও। বিজেপি (BJP) কি ২৭’ র ভোট নিয়ে পুরোপুরি স্বস্তিতে? ৯ ফেব্রুয়ারি মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। অর্থাৎ হাতে আর মাত্র ৪৮ ঘণ্টা। অথচ এখনও প্রার্থী তালিকাই দিয়ে উঠতে পারল না তারা। ফলে কতজন সময়মতো মনোনয়ন জমা দিতে পারবে তা নিয়ে চরম সংশয়ে রয়েছেন কর্মীরা। সোমবার দুপুরে বিজেপির প্রার্থী তালিকা (BJP Candidate List) প্রকাশ হওয়ার কথা ছিল। কিন্তু বিকেল গড়িয়ে গেলেও সে তালিকা প্রকাশিত হয়নি। হতে পারে এদিন রাতে তা দেওয়া হবে। কিন্তু হাতে মাত্র ৪৮ ঘণ্টা! এর মধ্যে ১০৮টি পুরসভার প্রার্থী তালিকা ঘোষণা করে, তার পর তাঁদের মনোনয়ন জমা দেওয়া খুব সহজ নয় বলেই মনে করছেন দলেরই একাংশ।
রাজ্য নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১০৮টি পুরসভায় ভোট ২৭ ফেব্রুয়ারি। মনোনয়ন জমা নেওয়া চলছে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৯ ফেব্রুয়ারি। ১২ ফেব্রুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। স্ক্রুটিনি ১০ ফেব্রুয়ারি। ১০৮টি পুরসভার জন্য প্রায় তিন হাজারের কাছাকাছি প্রার্থীর নাম ঘোষণা করা হবে। এতজন প্রার্থীর মনোনয়ন জমা দেওয়া মোটেই মুহূর্তের কাজ নয়। সবথেকে গুরুত্বপূর্ণ হল, এই মনোনয়ন পত্র পূরণ করতে হয় খুবই সাবধানে, দেখেশুনে।
কোথাও কোনও ভুলত্রুটি হয়ে গেলে মনোনয়নই বাতিল হয়ে যেতে পারে। বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হয়নি এখনও। যদি ধরে নেওয়া যায়, সোমবার রাতের মধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা হবে তা হলে সেক্ষেত্রে মঙ্গলবার ও বুধবার মনোনয়নপত্র জমা দেওয়ার সময় থাকছে। কিন্তু এরমধ্যে কোনও প্রার্থীর মনোনয়নপত্রে সমস্যা হলে তা শোধরানোর সময় তাঁরা পাবেন তো? এ প্রশ্ন উঠছে দলেরই অন্দরে।
নিচুতলার কর্মীরা বুঝেই উঠতে পারছেন না কী হচ্ছে! একইসঙ্গে তাঁদের মনে প্রশ্ন জাগছে, আদৌ বিজেপি সবক’টি আসনে প্রার্থী দিতে পারবে তো? কারণ, ইতিমধ্যেই বিজেপি সূত্রে খবর, সমস্ত আসনে প্রার্থী খুঁজতে বেশ কিছুটা সময় যাচ্ছে গেরুয়া শিবিরের। যদিও এ নিয়ে প্রকাশ্যে দলের কেউ কোনও মন্তব্য করেনি। তবে কর্মীদের মধ্যে ইতিমধ্যেই দানা বাধছে হতাশা। প্রথম শোনা গিয়েছিল, রবিবার প্রার্থী তালিকা প্রকাশ করবে বিজেপি।
সোমবার ও মঙ্গলবার প্রার্থীরা মনোনয়ন জমা দেবেন। হাতে একটা দিন রাখা হবে। কিন্তু তা হয়নি। সূত্রের খবর, দু’ একটি পুরসভায় বিজেপি জেলা কমিটির সভাপতির সই সম্বলিত তালিকা প্রকাশ করেছে। কিন্তু ১০৮টি পুরসভার নিরিখে তা কিছুই নয়। এসবের মধ্যেই সোমবার রাতে বিজেপির ওয়েবসাইটে তালিকা প্রকাশ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কোনওরকম সাংবাদিক বৈঠক হবে না বলেই জানা যাচ্ছে। কিন্তু যতক্ষণ না তা হচ্ছে, জোর পাচ্ছেন না কর্মী, সমর্থকরা। যদিও প্রার্থী তালিকা প্রকাশে বিলম্ব নিয়ে বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের যুক্তি, “আমরা পারিনি নয়, করিনি। সময় হলেই হবে। কিছু সংবাদমাধ্যম ও হতাশ বামপন্থীরা আর তৃণমূল এসব বলছে।”
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা