Panchayat Election 2023 LIVE: কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে হাইকোর্টের নির্দেশের বিরোধিতায় সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য

| Edited By: | Updated on: Jun 16, 2023 | 10:41 PM

West Bengal Panchayat Election 2023 Live updates: গত তিন দিন ধরে ভয়ঙ্কর চেহারা নিয়েছে ভাঙড়। চোপড়া থেকে মুর্শিদাবাদ, সর্বত্রই রাজনৈতিক অশান্তির আঁচ।

Panchayat Election 2023 LIVE: কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে হাইকোর্টের নির্দেশের বিরোধিতায় সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য
ফাইল ছবি

মনোনয়ন পর্ব শেষ। তবে গত সাত দিন ধরে যে অশান্তির পরিস্থিতি দেখা গিয়েছে রাজ্যে, তাতে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খোঁজ নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্য নির্বাচন কমিশনকে নোটিস পাঠিয়েছে জাতীয় তপশিলি কমিশন। এহেন পরিস্থিতির মধ্যেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশ কোথায়, কীভাবে কার্যকর হয়, সেদিকেই তাকিয়ে রয়েছে সব মহল। ভোট পরিস্থিতির সব আপডেট একনজরে:

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 16 Jun 2023 08:54 PM (IST)

    হাইকোর্টের কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য

    কেন্দ্রীয় বাহিনী (ফাইল ছবি)

    ৪৮ ঘণ্টার মধ্যেই রাজ্যের সব জেলায় কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছিল। এবার হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে চলেছে রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)।

    বিস্তারিত পড়ুন: কেন্দ্রীয় বাহিনী নিয়ে নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য ও কমিশন

  • 16 Jun 2023 08:21 PM (IST)

    ‘আর ক’জন মায়ের কোল খালি হোক চাইছে কমিশন?’, মৃত ISF কর্মীর বাড়িতে নওশাদ

    মৃত আইএসএফ কর্মীর বাড়িতে নওশাদ

    ভাঙড়ের আইএসএফ বিধায়কের প্রশ্ন, ‘দীর্ঘক্ষণ পার হয়ে গেল, এখনও (কেন্দ্রীয় বাহিনী) পাঠায়নি। নির্বাচন কমিশন আর ক’টা লাশ দেখতে চাইছে? আর ক’জন মায়ের কোল খালি হোক চাইছে কমিশন? আর কত মারামারি, হানাহানি, খুনোখুনি দেখতে হবে? রাজ্য পুলিশ কেন আটকাতে পারছে না? আমি পুলিশকে বদনাম করছি না। কিন্তু অত্যধিক রাজনীতিকরণের জন্য রাজ্য পুলিশের উপর থেকে মানুষের আস্থা উঠে যাচ্ছে।’

    বিস্তারিত পড়ুন: ‘আর ক’জন মায়ের কোল খালি হোক চাইছে কমিশন?’, মৃত ISF কর্মীর বাড়িতে নওশাদ

  • 16 Jun 2023 07:51 PM (IST)

    ‘এমন শান্তিপূর্ণ মনোনয়ন কোথাও দেখেছেন?’ বিরোধীদের তুলোধনা করে প্রশ্ন মমতার

    মমতা বন্দ্যোপাধ্যায়

    রাজ্যে পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) মনোনয়ন পর্ব ঘিরে অশান্তি ও গোলমালের বিস্তর অভিযোগ তুলেছে বিরোধীরা। বিরোধী দলের প্রার্থীদের মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। আর সেই সব অভিযোগ নিয়ে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বললেন, ‘কাল মনোনয়নের শেষ দিন ছিল। কোনওদিন শুনেছেন গোটা দেশে কোথাও পঞ্চায়েতে ২ লাখ ৩১ হাজার মনোনয়ন জমা পড়েছে? যাঁরা বলছেন, হচ্ছে না… ৬১ হাজার বুথ রয়েছে, আর দু’টি বুথে গন্ডগোল নিয়ে চিৎকার করে বেড়াচ্ছে। তৃণমূল যেহেতু এককভাবে লড়ছে, তাই সব আসনে মনোনয়ন দিতে হয়। তাই তৃণমূল ৮২ হাজার মনোনয়ন দিয়েছে। আর বিরোধীরা মিলে দেড় লাখ মনোনয়ন দিয়েছে।’

    বিস্তারিত পড়ুন: ‘এমন শান্তিপূর্ণ মনোনয়ন কোথাও দেখেছেন?’ বিরোধীদের তুলোধনা করে প্রশ্ন মমতার

  • 16 Jun 2023 06:40 PM (IST)

    অমিত শাহকে চিঠি সুকান্তর

    রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

  • 16 Jun 2023 06:37 PM (IST)

    ভোটের টিকিট না পেয়ে তৃণমূল সাংসদের ভাইপো যোগ দিলেন বিজেপিতে

    পঞ্চায়েত নির্বাচনের টিকিট না পাওয়ায় বোলপুরের তৃণমূল সাংসদ অসিত মালের ভাইপো রুপেশ মাল তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা রামপুরহাট পার্টি অফিসে তাঁর হাতে এদিন দলীয় পতাকা তুলে দেন।

  • 16 Jun 2023 04:44 PM (IST)

    টিকিট না পেয়ে আমরণ অনশনে বসলেন বিজেপি নেত্রী

    অনশনরত বিজেপি নেত্রী

    বিজেপি-র আদি নেত্রী । জেলার সহ-সভাপতি। কিন্তু তাঁকেই কি না টিকিট দিল না? এই অভিযোগ তুলে জেলা বিজেপি-র কার্যালয়ের সামনে শুয়ে বিক্ষোভ দেখালেন বিজেপি-র জেলা সভাপতি বীণা ঝাঁ। তাঁর অভিযোগ, সদ্য তৃণমূল ছেড়ে বিজেপি-তে (BJP-TMC) যোগদান করেছেন তাঁরা টিকিট পেয়েছেন অথচ বাদ পড়েছেন তিনি। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ঘটনা।

    বিস্তারিত পড়ুন: Panchayat Elections 2023: টিকিট না পেয়ে আমরণ অনশনে বসলেন বিজেপি নেত্রী

  • 16 Jun 2023 04:43 PM (IST)

    রাজীব সিনহাকে আক্রমণ অধীর চৌধুরীর

    ‘বিরোধীরা মনোনয়ন জমা দিতে পারছে না। মনোনয়নে বাধা দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় বাহিনী চাই।’…এই রকমই একগুচ্ছ অভিযোগ বারেবারে করে এসেছে বিরোধী দলগুলি। একই সঙ্গে রাজ্য নির্বাচনের কমিশনের নিষ্ক্রিয়তাও তুলে ধরেছে তারা। জল গড়িয়েছে হাইকোর্ট পর্যন্ত। মনোনয়ন পর্বে হিংসার ঘটনা নিয়ে ফের একরাশ ক্ষোভ প্রকাশ করলেন কংগ্রেস দলনেতা অধীররঞ্জন চৌধুরী। রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে বিঁধে কংগ্রেস নেতার দাবি, এ রাজ্যের মুখ্যমন্ত্রী রাজীব সিনহাকে শুধু গোঁফ রাখার স্বাধীনতা দিয়েছেন। আর কোনও স্বাধীনতাই দেননি।

    বিস্তারিত পড়ুন: Adhir Ranjan Chowdhury: গোঁফ রাখার স্বাধীনতা ছাড়া আর কোনও স্বাধীনতা রাজীব সিনহাকে দেননি মমতা: অধীর

  • 16 Jun 2023 04:17 PM (IST)

    ‘তৃণমূলকে জেতান, না-হলে লক্ষ্মীর ভাণ্ডার কে দেবে!’, প্রকল্পের ফিরিস্তি দিয়ে মমতার ‘ভোট ভিক্ষা’

    লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গে মমতা

    ‘তৃণমূল কংগ্রেসকে জেতান, না তো লক্ষ্মীর ভাণ্ডার কে দেবে আপনাকে?’ কাকদ্বীপের (Kakdwip) সভা থেকে বললেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুধু তাই নয়, মমতা আরও বললেন, ‘স্বাস্থ্যসাথী কে দেবে পঞ্চায়েতগুলো না জিতলে? রাস্তা কে করবে? চাল বাড়িতে কে পৌঁছে দেবে? আমফান হলে উদ্ধার করে ত্রাণশিবিরে কে নিয়ে আসবে? কন্যাশ্রী-শিক্ষাশ্রী-ঐক্যশ্রীর ছেলে-মেয়েরা কোথায় যাবে? পেনশন হোল্ডাররা কোথায় যাবেন? স্বাস্থ্যসাথী কোথায় যাবে? পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস জিতলে আমাদের হাত, মানে জোড়াফুলের হাত শক্তিশালী হবে।’

    বিস্তারিত পড়ুন: ‘তৃণমূলকে জেতান, না-হলে লক্ষ্মীর ভাণ্ডার কে দেবে!’, প্রকল্পের ফিরিস্তি দিয়ে মমতার ‘ভোট ভিক্ষা’

  • 16 Jun 2023 04:16 PM (IST)

    ভাঙড়ের ভয়াবহ অভিজ্ঞতা

    বৃহস্পতিবার তাণ্ডব চলেছে ভাঙড়ে। তার চিহ্ন শুক্রবারও স্পষ্ট ভাঙড়ের রাস্তাঘাট, বাড়ির দরজা, দোকানের সাটারে বুলেটের দাগ। রাস্তায় পড়ে তাজা বোমা। হিংসার এমন ছবি আগে কখনও দেখেনি ভাঙড়, বলছেন আতঙ্কিত এলাকাবাসী। এই হিংসা বেনজির, বলছেন ভাঙড়ের মানুষ। শুক্রবার ঘটনাস্থল ঘুরে দেখে টিভি নাইন বাংলা। বাড়ির সামনে দোকান। সেই দোকানের সাটারে গুলির চিহ্ন। গর্ত করে দিয়েছে সাটার। যে বাড়ির দোকানে এই দৃশ্য দেখা গিয়েছে, সেই বাড়ির মালিকের কথায়, “আমরা উপরে ঘর বন্ধ করে বসে আছি। গুলি চলছে, বোমা পড়ছে। পুকুরের কোণ থেকে বসে বসে গুলি চালিয়েছে।

    সবিস্তারে পড়ুন: ভাঙড় যেন ইউক্রেন! চোখের সামনে কী কী ঘটল, জানালেন প্রত্যক্ষদর্শীরা

  • 16 Jun 2023 03:31 PM (IST)

    নন্দীগ্রামে প্রার্থীই দিতে পারেননি বিরোধীরা

    Nandigram

    নন্দীগ্রামে মনোনয়ন দেওয়ার পর তৃণমূলের জয়োচ্ছ্বাস

    একটা সময়ে এই নন্দীগ্রাম থেকেই মুখ্যমন্ত্রী হয়ে ওঠার উত্তরণ শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত বিধানসভা নির্বাচনেও এই এলাকায় ছিল নির্বাচনের এপিসেন্টার। ২০১৮’র পর ২০২২ সালের পঞ্চায়েত নির্বাচন। এবার বিরোধীরা প্রার্থী দিতে পারলেন না। কংগ্রেস, সিপিএম, বিজেপি কিংবা অন্য দল প্রার্থীই দিতে পারেনি বলে সূত্রের খবর। জানা গিয়েছে, শুধুমাত্র তৃণমূলের তরফে জমা পড়েছে মনোনয়ন। নন্দীগ্রাম- ১ ও ময়না ব্লকের এমন ৪ গ্রামসভা আসনে বিনা লড়াইয়ে জয় হাসিলের অপেক্ষায় তৃণমূল প্রার্থীরা। উল্লেখ্য, ২০১৮ সালেও বিরোধীরা অভিযোগ করেছিলেন, তাঁরা প্রার্থী দিতে পারেননি বিভিন্ন জায়গায়। সে সময় শাসকদলে নন্দীগ্রামের দায়িত্বে ছিলেন শুভেন্দু অধিকারী।

  • 16 Jun 2023 03:30 PM (IST)

    আজ মনোনয়নের নির্দেশ

    Calcutta High Court

    কলকাতা হাইকোর্ট

    বসিরহাটে বিজেপি-র যে সকল প্রার্থীদের মনোনয়নে বাধা দেওয়া হয়েছিল, তাদের শুক্রবার মনোনয়ন দিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার মনোনয়ন জমা দিতে যাওয়ার পথে বাধার মুখে পড়েন বিজেপি প্রার্থীরা। এরপর তাঁরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। বিচারপতি অমৃতা সিনহা শুক্রবার তাঁদের মনোনয়ন জমা দেওয়ার নির্দেশ দেন। বিচারপতি নির্দেশ দেন, মনোনয়ন দিতে যাওয়ার পথে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করবেন পুলিশ সুপার। এসডিও অফিসে আসতে হবে প্রার্থীদের। মনোনয়ন জমা দেওয়ার সময় শেষ হয়ে গিয়েছে। তবুও এসডিও অফিসে বিকাল তিনটেয় পৌঁছবেন তাঁরা। তার মধ্যে বিজেপি-র ৬০ জন প্রার্থী মনোনয়ন জমা দেবেন।

  • 16 Jun 2023 02:39 PM (IST)

    প্রার্থীরা মনোনয়ন জমা দিতে না পারায় রিপোর্ট তলব বিচারপতি মান্থার

    পুলিশ নিরাপত্তা দিয়ে নিয়ে যাচ্ছিল, সেই সব প্রার্থীদের লক্ষ্য করেই চলল গুলি! আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কেন নিরাপত্তার অভাবে মনোনয়ন জমা দিতে পারলেন না প্রার্থীরা? ভাঙড়ের ঘটনায় পুলিশের উপর রীতিমতো অসন্তোষ প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা।

    বিস্তারিত পড়ুন: ‘এটা কী হচ্ছে! পুলিশ নিরাপত্তা দিতে ব্যর্থ’, মনোনয়ন জমা দিতে না পারায় রিপোর্ট তলব বিচারপতি মান্থার

    Panchayat Elections 2023: 'এটা কী হচ্ছে! পুলিশ নিরাপত্তা দিতে ব্যর্থ', মনোনয়ন জমা দিতে না পারায় রিপোর্ট তলব বিচারপতি মান্থার

  • 16 Jun 2023 02:37 PM (IST)

    ‘বলি হবে হিংসাই’, বধ্যভূম-ভাঙড়ে দাঁড়িয়েই কথা দিলেন বোস

    ভাঙড়ে গিয়ে স্থানীয় বাসিন্দাদের ডেকে তাঁদের কাছে জানতে চান, কী হয়েছিল? কারা ছিল ঘটনাস্থলে? ভাঙড় কলেজ ও বিডিও অফিসেও গিয়েছিলেন তিনি।

    বিস্তারিত পড়ুন: ‘বলি হবে হিংসাই’, বধ্যভূম-ভাঙড়ে দাঁড়িয়েই কথা দিলেন বোস

    Governor at Bhangar: 'বলি হবে হিংসাই', বধ্যভূম-ভাঙড়ে দাঁড়িয়েই কথা দিলেন বোস

  • 16 Jun 2023 02:08 PM (IST)

    গ্রামে মইনুদ্দিনের দেহ

    পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমাকে কেন্দ্র করে ভাঙড় যেন দুর্বৃত্তের মুক্তাঞ্চল। বোমাবাজি, গুলি, রক্তপাত, কী ঘটেনি? সকালেই ভাঙড়ে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ঘুরে দেখেছেন এলাকা। বৃহস্পতিবার হিংসার ঘটনায় মৃত্যু হয় আইএসএফ কর্মী মইনুদ্দিন মোল্লার। শুক্রবার তাঁর গ্রাম জয়পুরিয়ায় শোকের আবহ। মৃতের বাড়িতে যেতে পারেন রাজ্যপাল। তার আগে চিরুনি তল্লাশি চালিয়েছে বম্ব স্কোয়াড।

    সবিস্তারে পড়ুন: দাওয়ায় শোওয়ানো ছেলের দেহ, থেকে থেকেই জ্ঞান হারাচ্ছেন আইএসএফের মইনুদ্দিনের মা

  • 16 Jun 2023 01:56 PM (IST)

    ছেলের মৃত্যুতে বারবার জ্ঞান হারাচ্ছেন আইএসএফের মইনুদ্দিনের মা

    পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমাকে কেন্দ্র করে ভাঙড় যেন দুর্বৃত্তের মুক্তাঞ্চল। বোমাবাজি, গুলি, রক্তপাত, কী ঘটেনি? সকালেই ভাঙড়ে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ঘুরে দেখেছেন এলাকা। বৃহস্পতিবার হিংসার ঘটনায় মৃত্যু হয় আইএসএফ কর্মী মইনুদ্দিন মোল্লার। শুক্রবার তাঁর গ্রাম জয়পুরিয়ায় শোকের আবহ। মৃতের বাড়িতে যেতে পারেন রাজ্যপাল। তার আগে চিরুনি তল্লাশি চালিয়েছে বম্ব স্কোয়াড। ভাঙড়ের জয়পুরিয়া গ্রামের মইনুদ্দিন মোল্লা। বৃহস্পতিবারের গোলমালে প্রাণ হারান তিনি। ইতিমধ্যেই বাড়িতে পৌঁছেছে তাঁর দেহ। বাড়ির দাওয়ায় গোলাপি চাদরে ঢাকা তা। বাড়িতে পুলিশের ভিড়। উপচে পড়েছে এলাকার লোকজনও। সকলেরই উঁকিঝুঁকি। মইনুদ্দিনের বাবা কুতুবআলি মোল্লার কথায়, সব পরিকল্পনা করে করেছে। পুলিশ তো চুপচাপ।

    বিস্তারিত পড়ুন: Panchayat Elections 2023: ছেলের মৃত্যুতে বারবার জ্ঞান হারাচ্ছেন আইএসএফের মইনুদ্দিনের মা

  • 16 Jun 2023 01:55 PM (IST)

    ‘মনোনয়ন জমা দিয়েছিলাম বলে ওরা সব লুঠে নিল’

    ‘অপরাধ’ ছিল বিজেপি-র (BJP) হয়ে মনোনয়ন জমা দেওয়া। আর তার ফলস্বরূপ প্রার্থীর বাড়িতে হামলা, ভাঙচুর, লুঠপাট চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার (South 24 pargana) বাসন্তীর (Basanti) ঘটনা। সেখানে বিজেপি প্রার্থী অপর্ণা হালদারের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। অভিযোগ অস্বীকার তৃণমূল নেতৃত্বের।

  • 16 Jun 2023 01:54 PM (IST)

    ‘ফাঁকা মাঠে’ মিনাখাঁ ও হাড়োয়ায় গ্রাম ‘দখল’ তৃণমূলের

    গ্রাম দখলের লড়াইয়ের (Panchayat Election 2023) এখনও বাকি কয়েকদিন। এরই মধ্যে শাসকদলের জয়ের খবর এল উত্তর ২৪ পরগনার (North 24 pargana) মিনাখাঁ ও হাড়োয়া থেকে। সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দু’টি গ্রাম পঞ্চায়েত দখল করে নিল তৃণমূল (TMC)।

    বিস্তারিত পড়ুন: Panchayat Elections 2023: বিরোধীরা প্রার্থী দিতে না পারায় ‘ফাঁকা মাঠে’ মিনাখাঁ ও হাড়োয়ায় গ্রাম ‘দখল’ তৃণমূলের

  • 16 Jun 2023 11:50 AM (IST)

    প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বললেন রাজ্যপাল

    এলাকার মানুষের সঙ্গে কথা বললেন রাজ্যপাল। বৃহস্পতিবার ভাঙড়ে ঠিক কী ঘটেছিল, বোমা ছোড়া হয়েছিল কি না, তা জানতে চান প্রত্যক্ষদর্শীদের কাছে। একে একে বিজয়গঞ্জ বাজার, মেলার মাঠ পরিদর্শন করছেন তিনি।

  • 16 Jun 2023 11:37 AM (IST)

    ভাঙড়ে পৌঁছলেন রাজ্যপাল

    গত তিন দিন ধরে যে সব ভাঙড়ের যে সব রাস্তায় রণক্ষেত্রের চিত্র দেখা গিয়েছে, সে সব জায়গা ঘুরে দেখছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বিজয়গঞ্জ বাজার, যেখানে বৃহস্পতিবার গোলাগুলি চলে, সেখানে নেমে পুলিশ কর্তাদের সঙ্গে কথা বললেন তিনি। ধীরগতিতে এগিয়ে যাচ্ছে তাঁর গাড়ি।

  • 16 Jun 2023 10:39 AM (IST)

    মুর্শিদাবাদে গুলিবিদ্ধ কংগ্রেস প্রার্থীর বাবা

    তৃণমূলের অঞ্চল সভাপতি খুন হওয়ার পর রাতে ফের গুলি চলল মুর্শিদাবাদে। এবার নিশানায় কংগ্রেস প্রার্থীর বাবা। মুর্শিদাবাদের নবগ্রাম থানার অন্তর্গত হজবিবিডাঙ্গা গ্ৰামেই ফের গুলি চলে বৃহস্পতিবার রাতে।

    বিস্তারিত পড়ুন: মুর্শিদাবাদে ফের চলল গুলি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে কংগ্রেস প্রার্থীর বাবা

  • 16 Jun 2023 09:22 AM (IST)

    পুলিশের রিপোর্টে নেই মৃত্যুর উল্লেখ

    আইএসএফ দাবি করেছে, ভাঙড়ে তাদের কর্মীর মৃত্যু হয়েছে। তবে পুলিশের রিপোর্টে নেই কোনও মৃত্যুর উল্লেখ। ভোট ঘোষণার পর থেকে রাজ্যে কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি বলেই পুলিশ রিপোর্ট দিয়েছে কমিশনকে। ৯০ জন আহত হয়েছেন বলে দাবি পুলিশের। রিপোর্টে উল্লেখ, মোট ৩০ টি ঘটনা ঘটেছে, ৩০টি আগ্নেয়াস্ত্র এবং ৫৬টা বোমা উদ্ধার হয়েছে। লাইসেন্স প্রাপ্ত বন্দুক উদ্ধার হয়েছে ৪,৭৮৭টি। জামিন অযোগ্য ধারায় ১,৮০০ জনকে গ্রেফতার করা হয়েছে।

  • 16 Jun 2023 08:59 AM (IST)

    সকালে মনোনয়ন, রাতে দলবদল

    দুর্নীতিগ্রস্তদের টিকিট দিয়েছে দল, এই অভিযোগ তুলেই দল ছেড়েছেন ওই কর্মীরা। যাঁর নেতৃত্ব এই দলবদল, সেই সরফরাজ আলি ছিলেন জেলা তৃণমূলের সম্পাদক।

    বিস্তারিত পড়ুন: সকালে মনোনয়ন, রাতে দলবদল, তৃণমূল ছাড়লেন ৫০০-র বেশি কর্মী

    Panchayat Elections 2023: সকালে মনোনয়ন, রাতে দলবদল, তৃণমূল ছাড়লেন ৫০০-র বেশি কর্মী

  • 16 Jun 2023 08:22 AM (IST)

    খুনের অভিযোগে আটক ৭, আজ নবগ্রামে বনধ তৃণমূলের

    গুলিবিদ্ধ হয়ে তৃণমূলের অঞ্চল সভাপতির মৃত্যুর পর শুক্রবার নবগ্রাম এলাকা থমথমে। হজবিবিডাঙার অঞ্চল সভাপতি মোজাম্মেল শেখকে খুনের ঘটনায় সাত জনকে আটক করেছে নবগ্রাম থানার পুলিশ। এদিকে, ঘটনার প্রতিবাদে নবগ্রামে শুক্রবার বনধের ডাক দিয়েছে তৃণমূল।

  • 16 Jun 2023 07:31 AM (IST)

    তৃণমূলের প্রার্থীর বাড়িতে পড়ল বোমা

    বৃহস্পতিবার ছিল মনোনয়ন পেশ করার শেষ দিন। সেই পর্ব শেষ হওয়ার পরই এই বোমাবাজির ঘটনা ঘটেছে বীরভূমে।

    বিস্তারিত পড়ুন: মনোনয়ন পর্ব শেষে তৃণমূলের প্রার্থীর বাড়িতে পড়ল বোমা, আশঙ্কাজনক দুই কর্মী

    Bengal Panchayat Election: মনোনয়ন পর্ব শেষে তৃণমূলের প্রার্থীর বাড়িতে পড়ল বোমা, আশঙ্কাজনক দুই কর্মী

  • 16 Jun 2023 07:26 AM (IST)

    ভাঙড়ে যেতে পারেন রাজ্যপাল

    ভাঙড়ের অশান্তির ছবি সামনে আসার পর বৃহস্পতিবারই বিবৃতি দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সূত্রের খবর, শুক্রবার সকালে ভাঙড়ে যেতে পারেন তিনি। সকাল ১০টা নাগাদ ভাঙড়ের অশান্তি কবলিত এলাকায় যাওয়ার সম্ভাবনা রাজ্যপালের।

Published On - Jun 16,2023 7:22 AM

Follow Us: